পীরগাছার পাওটানাহাট গ্রামে বসতভিটা ও রাস্তা নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২১ জুলাই, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

শাহ মোঃ জাহিদ হোসেন ( রংপুর জেলা ) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট গ্রামে বসতভিটা ও যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে হামলার আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা নবীর হোসেন।অভিযোগ সূত্রে জানা যায়, নবীর হোসেন তার পৈত্রিক সূত্রে পাওয়া ভিটা ও যাতায়াতের রাস্তা নিয়ে এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িয়ে পড়েন। অভিযোগে তিনি জানান, প্রতিপক্ষরা আইয়ুব হোসেন, আব্দুল সামাদ, আনিছ আমিনুল ইসলাম, তাকে রাস্তা ব্যবহার করতে না দেওয়ার পাশাপাশি নানা সময়ে টাকা ও চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন।সর্বশেষ ১৯ জুলাই ২০২৫ ইং তারিখে একটি সংঘবদ্ধ দল ইটের কাজ চলাকালে লাঠি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে নবীর হোসেনের যাতায়াতের রাস্তা দখলে নেওয়ার চেষ্টা করে এবং তাকে হত্যা ও মারধরের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।এ বিষয়ে নবীর হোসেন পীরগাছা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে তিনি তার পৈত্রিক ভিটা ও রাস্তা নিরাপদে ব্যবহার করতে পারেন।এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন