দৃষ্টি না থাকলেও হার মানেনি বায়েজিদ স্বপ্ন বাস্তবায়ন করার লড়াই করছে বায়েজিদ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২০ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে
Oplus_16908288

শ্পেশাল প্রতিনিধিঃআব্দুর রহিম
চার বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হয়ে দুটি চোখের দৃষ্টি হারিয়েছে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গাড়াবের গ্রামের মোঃআসাদ আলীর পুত্র বায়েজিদ।বায়েজিদ কঠিন রোগের হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি থেকে মনবল নিয়ে পড়াশোনার উদ্দেশ্য জিবন যুদ্ধে চলে যান রাজশাহীতে। সেখানে আলকোড়আান হেফজ করে কারীআনা শেষ করে চলে আসেন নিজ বাড়িতে। সংসারের স্বচ্ছতা না থাকায় গ্রামের মসজিদের ইমাম হিসাবে চাকরি নেয় বায়েজিদ। স্বল্প বেতনের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে বায়েজিদ মিয়ার। মনবল না হারিয়ে অন্ধ বায়েজিদ শুরু করে নিজ গ্রামে ছোট্ট পরিসরে ফ্যাক্সিলোডের ব্যবসা। এভাবেই দিনের পর দিন জিবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে বায়েজিদ । সাক্ষাৎ কারে বায়েজিদ বলেন ইমামতির পাশাপাশি একটি মোবাইল দিয়ে ফ্যাক্সিলোডের ব্যবসা করছি কিন্তু আর্থিক সাপোর্ট না থাকার কারনে এগোতে পারছি না।
তাই সমাজের বিত্তবানদের বা সরকারি আধাসরকারী ভাবে যদি কোন সহযোগিতা পেলে আমার জিবনটা সুন্দর ভাবে সাজাইতে পারতাম।
আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন