হাতিরঝিলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উদ্যাপন ও ড্রোন শো
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৯ জুলাই, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হলো “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানের অংশ হিসেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের অংশগ্রহণে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরতেই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এতে উপস্থিত ছিলেন গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, শহীদ ও আহতদের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। রাত ৯টায় একটি চমকপ্রদ ড্রোন প্রদর্শনীর মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ ও অবদান শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল সম্মান, স্মরণ এবং গণসচেতনতায় অনুপ্রেরণামূলক পরিবেশনা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন