প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ২:০৫ পি.এম
‘শহীদ জিয়া ও তারেককে কটুক্তি করলে কঠোর হবে বিএনপি’ * বগুড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জেলা প্রতিনিধি বগুড়া :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করা হলে কঠোরভাবে প্রতিহত করবে বিএনপি। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশ বিরোধী এবং বিএনপি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন।গতকাল শনিবার দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শহীদ জিয়া ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা।সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।বক্তারা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। অন্যথায় আপনাদেরও পরিণতি অনেক খারাপ হবে। একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক।মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মোরশেদ মিলটন, আব্দুল মহিত তালুকদার, এ্যাড. আব্দুল বাসেত, ফরিদুর রহমান ফরিদ, এ্যাড. নুরে আজম বাবু, যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহাউদ্দিন নাইন, মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম মিন্টু, এ্যাড. নাজমুল হুদা পপন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, আলাউদ্দিন সরকার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত