প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১১:২০ এ.এম
মধ্যনগরে ট্রলার নৌ’কা ডুবে এক বৃদ্ধ মহিলার মৃত্যু
শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা সদরে আসা যাত্রীবাহী ছাওনীওলা একটি মাঝারি ট্রলার নৌকা ডুবে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।১৮জুলাই শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় মধ্যনগর পিঁপড়াকান্দা মহাসড়কে ছোট ব্রীজের নিচে প্রবাহমান স্রোতের পানিতে এই দুর্ঘটনাটি ঘটে। ছাওনীর নীচে থাকা যাত্রীদের মধ্যে বৃদ্ধ বয়সী এক মহিলা নারীর মৃত্যু হয়। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার দুল্লবপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী মোছাঃশামছুন্নাহার(৭০)।মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিবুর রহমান বলেন, নৌকাটি আজ সকালে আবিদনগর তেলিগাও হতে আনুমানিক ৩৫ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মধ্যনগর সড়কের কাছে কালভাটের নিচে স্রুতের কারনে নৌকাটি ডুবে যায় এতে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত