প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৬:০৬ এ.এম
জনাব মোঃ আব্দুল গণি মিয়া – ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির অনুপ্রেরণার নাম ত্যাগ, নেতৃত্ব, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
মাহিদুল ইসলাম (মাহিন)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমাজসেবার অঙ্গনে ভোগডাঙ্গা ইউনিয়নের এক উজ্জ্বল নাম মোঃ আব্দুল গণি মিয়া। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন—তিনি একজন সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল ও আদর্শবান নেতা, যিনি এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার ত্যাগ, নিষ্ঠা ও মানবিকতার জন্য।তিনি ১৯৮০ সালের ১৩ জানুয়ারি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড, উত্তর কুমরপুরের মৈলার ভিটায় জন্মগ্রহণ করেন। বাবা মোঃ আব্দুল মান্নান ও মা মোছাঃ হাসিনা বেগম দম্পতির ছয় সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়।ব্যক্তিগত জীবনে তিনি মোছাঃ লিপি ইয়াসমিন-এর সহধর্মিণী এবং তাদের একমাত্র কন্যা মোছাঃ সুরাইয়া আক্তার সোনালী।তিনি ছাত্রজীবনে সৎ, পরিশ্রমী ও নেতৃত্বপ্রবণ ছিলেন। ১৯৯৯ সালে এসএসসি, ২০০১ সালে এইচএসসি এবং পরবর্তীতে বিএ ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের এই অর্জন তাকে সমাজ ও রাজনীতির নানা ক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করেছে।ছাত্রজীবনেই রাজনীতিতে প্রবেশ করে তিনি দৃঢ় প্রত্যয়ে বিএনপির আদর্শ ধারণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক পথচলা ছিল সংগ্রামমুখর, দায়িত্বপূর্ণ ও নিষ্ঠার প্রতীক।তিনি ২০০১ সালে নাগেশ্বরী কলেজ শাখা ছাত্রদলের কার্যকরী সদস্য হিসেবে রাজনীতির যাত্রা শুরু করে। ছাত্ররাজনীতির মাধ্যমে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের প্রতি তার অঙ্গীকার প্রতিষ্ঠা পায়।পরে ২০০৩ সালে উত্তর কুমরপুর ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বাচিত হন। এই পদে থেকে তিনি যুব সমাজকে সংগঠিত করা এবং দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করার কাজ চালিয়ে যান। ২০১৩ সালে ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের ৩নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। যুবদলের কার্যক্রমে তিনি নতুন গতি আনেন এবং দলে তার অবস্থান আরও সুদৃঢ় হয়।২০২৩-২০২৫ সাল ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনি ইউনিয়নের বিএনপিকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।দলের বিপর্যয়, রাজনৈতিক নিপীড়ন ও প্রতিকূলতার মাঝেও তিনি কখনও আপোষ করেননি। দীর্ঘ ১৬ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও, তিনি ঐক্য, নেতৃত্ব ও দলীয় আদর্শ ধরে রেখেছেন নিরন্তর শ্রম ও নিষ্ঠার মাধ্যমে।রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনেও মোঃ আব্দুল গণি মিয়া একজন সফল, সৎ ও দায়িত্বশীল ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানিতে ডেপুটি ম্যানেজার পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।শুধু চাকরিজীবন নয়—নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। সততা, দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কর্মক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন এবং সহকর্মীদের কাছে আস্থা ও সম্মানের প্রতীক হয়ে উঠেছেন।রাজনীতি ও পেশাগত জীবনের পাশাপাশি মোঃ আব্দুল গণি মিয়া মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি বিশ্বাস করেন—“মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি ও মানবিকতার প্রকাশ।”তাই এলাকার দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে চলেছেন।তার গঠনমূলক সামাজিক অবদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ২০০৬ সালে—সোনালী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন। ২০০৯ সাল পর্যন্ত—উত্তর কুমরপুর মৈলার ভিটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি ও নির্বাহী পরিচালক হিসেবে নেতৃত্ব প্রদান।উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংস্থা-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এখনো দায়িত্বে রয়েছেন; নিজস্ব অর্থায়নে এই সংস্থার মাধ্যমে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, বন্যা সহায়তা, ঈদ উপহার, অসহায় মানুষের সহায়তা ও বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচি পরিচালনা করছেন।তিনি কুড়িগ্রাম জেলা যুব ফোরাম-এর সহ-সভাপতি এবং আরও অনেক সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।মোঃ আব্দুল গণি মিয়া মনে করেন—“রাজনীতি মানুষের সেবা ও আদর্শ প্রতিষ্ঠার মাধ্যম। প্রতিকূলতা কিংবা নিপীড়ন কখনোই নেতৃত্বের গুণাবলীকে স্তব্ধ করতে পারে না। নেতৃত্ব মানে হলো সাহস, সততা ও মানুষের পাশে থাকা।”তার এই বিশ্বাস থেকেই তিনি সবসময় তরুণ প্রজন্মকে ইতিবাচক রাজনৈতিক চর্চা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে আসছেন। তার নেতৃত্ব শুধু রাজনীতি নয়—সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা।তার ভবিষ্যতের প্রত্যাশা ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রাক্কালে এলাকাবাসী, দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা— মোঃ আব্দুল গণি মিয়া-এর মতো অভিজ্ঞ, ত্যাগী, আদর্শবান ও মানবিক নেতৃত্বের হাত ধরেই ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত