প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ২:৪৮ পি.এম
তারেক রহমানকে কটুক্তি, প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের বিক্ষোভ
মোঃআনোয়ারহোসেন শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলা, ১৭ জুলাই, ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে শেরপুর নিউমার্কেটে মোড় থেকে বিক্ষোভ মিছিল করেছে দলটি।জেলা যুবদল উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে থানার মোড়ে জোড়া হয়।(ষড়যন্ত্র হয়নি শেষ—সজাগ থাকো বাংলাদেশ) এমন শ্লোগানে মিছিলটি বিএনপি শেরপুর জেলা অফিস থেকে শুরু হয়ে জেলাশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানার মোড় এসে শেষ হয়।পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, জেলা যুবদলের সভাপতী মোঃ শফিকুল ইসলাম মাসুদ এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, শ্রীবরদী যুবদলের সভাপতি আবু রায়হান আল বিরুনি, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ সৌকত হোসেন, জেলা ও উপজেলার নেতাকর্মী বৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।আরও বলেন
যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি ভালো হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে গণতান্ত্রিক ধারায় দেশকে এগিয়ে নিতে কটূক্তিকারীদের প্রতি আহ্বান জানান তারা।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত