বাকেরগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আবুল হোসেন খানের উদ্বেগ প্রকাশ!!!
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৬ জুলাই, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
গতকাল বরিশাল-৬ আসনের সাবেক এম পি আলহাজ্ব জনাব মোঃ আবুল হোসেন খান জানিয়েছেন যে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের ইসলামী আন্দোলনের একজন নেতাকে গ্রেফতার করিয়েছেন দুর্গাপাশা ইউনিয়নের বাসিন্দা জলদস্যু থেকে এখন ভুমিদস্যু মোঃ নুর আলম (নুরু হাজী) দুর্গাপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর বাসিন্দা এই জলদস্যু থেকে ভুমিদস্যু কয়েক বছর আগেও নিজ গ্রামের একটি মসজিদের মুয়াজ্জিন এর সামান্য বেতনের চাকুরী করতো আর এখন তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে রাতারাতি এই জলদস্যু থেকে ভুমিদস্যু মোঃ নুর আলম (নুরু) হাজী বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের সাধারণ গরীব আসহায় জনগণের জমি এবং সরকারী খাস জমি দখল করে আসছেন এবং যদি কোন লোকজন তার বিরুদ্ধে কথা বলে তাহলেই তার বিরুদ্ধে তার পালিত খুনী সন্ত্রাসী বাহিনীর লোকজন এর মাধ্যমে দুর্গাপাশা ইউনিয়নের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন, এবং প্রশাসনকে মোটা অংকের টাকা ঘুশ দিয়ে গ্রেপ্তার, মিথ্যা মামলা হামলা চালিয়ে আসছেন নুরু হাজী আওয়ামী লীগের আমলে ১৬ বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে রাতারাতি তারই ধারাবাহিকতায় মোঃ নুর আলম নুরু হাজী ঢাকা দুটো ইট ভাটা, চর বিশ্বাসে ৩৬কানি জমি,বরিশালে রূপাতলীতে ১০-২০ শতাংশ জমির উপর ৬তলা একটি বিলাসবহুল বাড়ী গ্রামের বাড়ীতেও বিলাসবহুল বাড়ী তৈরী করেছেন আওয়ামী লীগের আমলে এবং এমন কোন দুর্নীতি নেই যা তিনি করেন না একজন গরীব আসহায় মানুষ মোঃ নাসির মিস্ত্রির সরকারী যায়গা আজীবন বন্দবস্ত নিয়ে একটি ভাতের হোটেল এবং একটি চায়ের দোকান চালাতো, তাও বাকেরগঞ্জ উপজেলার এসিল্যান্ড অফিসের সাবেক সার্ভেয়ার মোঃ ফোরকানকে ২০ লক্ষ টাকা ঘুশ দিয়ে নাসির মিস্ত্রির দোকান দুটো এবং সরকারী খাস জমি রাতারাতি দখল করে অনেক বড় মুরগির ফার্ম তৈরী করেছে। নুর আলম নুরু হাজী এই সকল ডকুমেন্টস হাতে পেয়ে আমি জলদস্যু ও ভুমিদস্যুর বিরুদ্ধে সত্যতা নিশ্চিত হয়ে তার ব্যাপারে আমি নিউজ করায় ২৬শে ডিসেম্বর ৩০-৩৫ জন তার পালিত খুনী সন্ত্রাসীগন আমার বাড়িতে ডাকাতি করিয়েছে, এবং আমাকে জীবন নাশতার ভয়ভীতি প্রদর্শন করে আসছে মোঃ নুর আলম নুরু হাজী।মোঃ নাসির মিস্ত্রি তার স্ত্রী সালেহা বেগম ও তার ছেলেদের নামেও মামলা করে কয়েকটি মামলায় পরাজিতও হয়েছে, কিন্তু তারপরও থেমে নেই নুর আলম নুরু হাজীর কোন অপকর্ম। মামলায় পরাজিত হয়ে এখন আবার অন্য পন্থা অবলম্বন করে পুলিশ প্রশাসনকে মোটা অংকের টাকা ঘুশ দিয়ে নিজ গ্রামের সহজ সরল গরীব আসহায় মানুষ এর উপর অত্যাচার নিপিড়ন চালিয়ে আসছেন। নুর আলম নুরু হাজীর সাথে সহযোগিতা করে আসছেন তার দোকানের (নুর ফার্মার) কর্মচারী মোঃ এমরান। এমরানকে দিয়ে মামলা রুজু করিয়ে নুর আলম স্বাক্ষী হিসেবে থেকে এই ধরনের অপকর্ম চালিয়ে আসছেন। কে এই এমরান তার বাড়ী বাউফল উপজেলায় বাউফল উপজেলার লোক হয়ে কিভাবে বাকেরগঞ্জ বরিশাল কোর্টে মামলা রুজু করে? বরিশাল একটি জেলা এবং বাউফল উপজেলার জেলা হচ্ছে পটুয়াখালী সেখানে বাউফল উপজেলার লোক মামলা রুজু করবে বরিশালে কেন এবং নুর আলম এর সম্পদের মালিক তো আর এমরান না। এইভাবে বাকেরগঞ্জ উপজেলার ৫নং দুর্গাপাশা ইউনিয়নের স্থানীয় জনসাধারণকে হয়রানি করে আসছে এই জলদস্যু ও ভুমিদস্যুর। মোঃ নুর আলম নুরু হাজীর এই ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা হামলার হাত থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ, এবং গতকাল ভরপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (গোলদার বাড়ি) নিজ বসত ঘরে ওয়ার্ড বিএনপি’র সদস্য আঃ সত্তার হাওলাদার কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কিছুদিন পূর্বে কলসকাঠী তে এক গৃহবধূ কে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কিছুদিন যাবত বাকেরগঞ্জের বিভিন্ন জায়গায় চুরি -ডাকাতি -রাহজানি বেড়েই চলছে। এই সকল ঘটনায় অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বরিশাল-৬ আসনের সাবেক এম পি আলহাজ্ব জনাব মোঃ আবুল হোসেন খান তিনি বলেন যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কে অপরাধ দমনের জন্য আরো দায়িত্বশীল হবার আহবান জানিয়েছেন। বি এন পির সাবেক এম পি আলহাজ্ব জনাব মোঃ আবুল হোসেন খান গতকালের ভরপাশার হত্যাকান্ড, কলসকাঠীর গৃহবধূ হত্যাকান্ড সহ বিভিন্ন খুনী, ধর্রষনকারীদের এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। সুত্র বি এন পির (সাবেক এম পি) আলহাজ্ব জনাব মোঃ আবুল হোসেন খান এর প্রেস সচিব এডভোকেট জিন্নাহ রথি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন