প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:৩৫ পি.এম
দাকোপে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। ১৪ জুলাই সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। সভা শেষে উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী অনুসূয়া রায়কে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত