ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৫টি ছাগল বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে উপজেলার বিভিন্ন গ্রামের ভিক্ষুকদের মাঝে ৫টি ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, “সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যেন স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করছে সরকার। সে মোতাবেক পাঁচজন ভিক্ষুককে ছাগল দেওয়া হয়। ভিক্ষুকমুক্ত ঝিনাইগাতী গড়ার প্রত্যয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” ছাগল বিতরণকালে উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ সমাজসেবা দপ্তরের সমাজকর্মীগণ উপস্থিত ছিলেন।