জুলাই ছাত্র জনতার আন্দোলনে আন্দোলনকারী ছাত্র জনতার আক্রমণের স্বীকার ৩-০৭-২০২৪খ্রী সাংবাদিক মোঃ আবু ছালেহ বিপ্লব
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৬ জুলাই, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ (বিপ্লব) //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
আমি সাংবাদিক মোঃ আবু ছালেহ (বিপ্লব) বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দীর্ঘদিন যাবত বরিশাল বিভাগে কাজ করে আসছি কিন্তু অতীব দুঃখের বিষয় আমার উপর রাত্র আনুমানিক ১১:৩০-১২:০০ ৩রা জুলাই-২০২৪খ্রী আমি সংবাদ সংগ্রহ করার জন্য নথুল্লাবাদ বাস ষ্টান্ড এর সামনে গেলে ছাত্র জনতার আক্রমণের স্বীকার হই আমার হাত,পা,মাথা এবং বুকে লাঠিসোঁটা নিয়ে ৩০-৩৫ জনের একদল ছাত্রজনতা আমার উপর অতর্কিত হামলা এবং প্রচুর মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায় কিন্তু অতীব দুঃখের বিষয় এই ব্যাপারে অনলাইন পত্রিকায় কয়েকবার সংবাদ প্রচার করা হয়েছে এবং এবং আমাকে কিছু লোকজন শের-ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয় ০৩-০৪-২০২৪খ্রী রাত ২টার দিকে তাতে তারিখ উল্লেখ রয়েছে ০৪-০৭-২০২৪খ্রী এবং উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের ডক্টর, নার্সগন তেমন ভালো কোন ব্যাবহার ও ভালো কোন চিকিৎসা প্রদান করেনি এমনকি সরকারী কোন ঔষধ পথ্য সরকারী প্রদান করেনি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।বরিশাল জেলা প্রশাসকের কাছে সকল অরিজিনাল ডকুমেন্টস সহ চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছি কিন্তু আমার ফাইলই নাকি খুঁজে পায়নি এবং আমি গত ১২-০৭-২০২৫ খ্রী. রিং রোডের একটি ফিজিও থেরাপি হসপিটালের চিকিৎসা নিয়েছি একি হাটু এবং রানের মাংশপেশীর ব্যাথা এখনও অনুভব করছি এবং আমি বিভিন্ন অফিস এবং স্কুল থেকে চিকিৎসার জন্য ১০০০-২০০০ করে টাকা তুলে আমি চিকিৎসা চালাতে হয়েছে কিন্তু সরকারী ভাবে আমি কোন প্রকার অর্থ সাহায্য সহযোগিতা পাইনি।বিভিন্ন সাংবাদিক, ছাত্রছাত্রী ও পুলিশ প্রশাসনের লোকজন বিভিন্ন ধরনের সরকারী এবং রাজনৈতিক দলের থেকে মোটা অংকের অনুদানের টাকা পেয়ে চিকিৎসা চালাতে পেরেছে কিন্তু অতীব দুঃখের বিষয় আমি একজন গণমাধ্যম কর্মী এবং সাংবাদিক হয়েও অদ্যাবধি কোন সরকারী এবং কোন রাজনৈতিক দলের একটি টাকাও আর্থিক সাহায্য সহযোগিতা পাইনি আমি এখনো পরিপূর্ণ সুস্থ নয় হাটতে অনেক কষ্ট হয় এবং মাথায় কিল-ঘুষির কারনে আজও মাথায় ব্যাথা নিয়ে আমি সমাজের বিভিন্ন ধরনের অপকর্ম, দুর্নীতি, অনিয়ম ও মাদক এর বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করে প্রচার করে আসছি।আমার নিজ চোখে দেখেছি বিভিন্ন লোকজনকে জুলাইয়ের গন অভ্যুখানে আহতদের সরকারী ভাবে আর্থিক সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন দলের নেতাকর্মীগন হাসপাতালে ভর্তি আহতদের দেখতে গিয়ে মোটা অংকের টাকা অনুদান দিয়েছে কিন্তু আমার সাথে কেউ না থাকায় আমি আমার গ্রামের বাড়ীতে দীর্ঘ ৮মাস অবস্থান করি এবং আমার বাড়ীতে ঢুকেও তিনবার করে হামলা চালিয়েছেন রাজনৈতিক দলের ছাত্র জনতার আক্রমণের স্বীকার হয়েছি কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে জুলাই ২০২৪খ্রী. সংবাদ সংগ্রহ করে প্রচার করেছি কিন্তু আমি অদ্যাবধি কোন সরকারী এবং রাজনৈতিক দলের থেকে কোন প্রকার অর্থ অনুদান কিছুই পাইনি।তাই আমি আমার উপর জুলাই আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ ও প্রচার করেছি তার অনেক সংবাদ এবং তথ্য ছিলো আমার হারিয়ে যাওয়া ভিভো ওয়াই-৯২ মোবাইলে সেটাও হারিয়ে যাওয়ার ফলে আমার সকল ডকুমেন্টস গুলো নেই তবে কিছু তথ্য আমার অন্য মোবাইলে আছে তাও অতি সামান্য তাই আমার উপর যে জুলাই আন্দোলনের সময় যে হামলার স্বীকার হয়েছি তার জন্য সরকারী ভাবে অর্থ অনুদানের জন্য এবং বাকী চিকিৎসার জন্য আমি সরকারী এবং রাজনৈতিক ভাবে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছি যাতে আমি আমার শারীরিক নির্যাতনের সকল প্রকার চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হতে পারি তাই আমাকে সরকারী এবং রাজনৈতিক দলগুলোর কাছে পুনরায় আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন