খুলনার দাকোপের বানিশান্তায় ঘাড়ে করে রোগী বহন সড়ক সংস্থকারের দাবী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ১৬ জুলাই, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ উপজেলার জনগুরুত্বপূর্ণ বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজার থেকে খ্রিষ্টান পল্লী পর্যন্ত সংযোগ সড়কের করুণ অবস্থা এখন এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি এখন হাঁটাচলারও অযোগ্য। বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায়। সাধারণ মানুষ বিশেষ করে রোগীদের পরিবারের সদস্যদের কষ্ট যেন সীমা ছাড়িয়েছে। স্থানীয়রা জানায়, জরুরি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ রোগীদের ঘাড়ে তুলে হাঁটুসমান কাদার মধ্য দিয়ে বাজার পর্যন্ত নিয়ে আসতে হয়। যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই, নেই কোনো বিকল্প পথ।বানিশান্তা এলাকার এক বাসিন্দা বলেন, “আমার মায়ের হঠাৎ অসুস্থতা দেখা দিলে তাঁকে ঘাড়ে করে তিন কিলোমিটার হেঁটে বাজারে এনে চিকিৎসা নিতে হয়েছে। এটা কষ্টের চেয়ে লজ্জার বিষয়।” এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগীসহ শত শত মানুষ চলাচল করে। এলাকাবাসীর জোর দাবী—বানিশান্তা বাজার থেকে খ্রিষ্টান পল্লী পর্যন্ত সড়কটি দ্রুত পাকা করাসহ টেকসই সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। এতে যেমন মানুষের জীবনমান উন্নত হবে, তেমনি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপই পারে এই জনদুর্ভোগ লাঘব করতে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন