ভাটেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পেল শ্রেষ্ঠ কেন্দ্রের স্বীকৃতি — পরিদর্শিকা সাজনা বেগমের দশমবারের মতো সম্মাননা অর্জন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
-
৬
বার পড়া হয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভাটেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে “শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র” হিসেবে ঘোষণা করা হয়।এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছাঃ সাজনা বেগম দশমবারের মতো “শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা” পুরস্কার অর্জন করেন। একইসঙ্গে স্বাস্থ্য সহকারী বিদ্যুৎ কান্তি দেবনাথ-ও সম্মাননা লাভ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।সবার উপস্থিতিতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয় শ্রেষ্ঠদের হাতে।এ অর্জন ভাটেরা ইউনিয়নের স্বাস্থ্যসেবার মান ও নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীদের প্রতি সমাজের সম্মান এবং কৃতজ্ঞতার প্রতিফলন।সাজনা বেগম বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন