ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা পর্যায়ের কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশা প্রজননের সুযোগ না পায়।” সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে—নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, গণসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম ও ওয়ার্ডভিত্তিক পর্যবেক্ষণ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন