প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:০৬ এ.এম
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, হতাহতের শঙ্কা
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার আফিলগেট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের একটি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে ডাউন মহানন্দা এক্সপ্রেস ফুলতলা স্টেশন অতিক্রম করে আফিলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের একটি কোচ বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত