সুনামগঞ্জের শিবপুরের মেয়ে অর্পা তালুকদার দর্জির কাজের পাশাপাশি গোল্ডেন এ প্লাস পেয়ে প্রশংসায় ভাসছেন
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						সোমবার, ১৪ জুলাই, ২০২৫											
												
																																			
-  
											 
																																			১৬৯																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                    
                        
অনুজিত সরকার, উপজেলা প্রতিনিধি
শাল্লা,সুনামগঞ্জ।
দর্জির,কাজও_করেছে_নিজের পড়াশোনাও সামলেছে অর্পা।ওদের মতো পরিশ্রমীরা সুযোগ সুবিধা পেলে বিশ্বজয় করবে।অর্পা গোল্ডেন A+ পাওয়ায় আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি৷ তার মত সংগ্রামী জীবন খুব কম মানুষের হয়৷ একটু সুযোগ সুবিধা পেলে বিশ্বজয় করবে অর্পা। তার একটা ছোট ভাই আছে যার নাম অর্ঘ্য । সে ৮ম শ্রেণিতে পড়ে। সেও অনেক মেধাবী।অনেক আগেই অর্পা এবং অর্ঘ্য তার বাবাকে হারিয়েছে।অভাবের সংসারের মাঝে পড়াশোনা করাটা দুষ্কর ছিল। কিন্তু নিয়তির কি খেলা  এতকিছুর পরেও সে হাল ছাড়েনি। কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছে। সম্প্রতি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার  অমর চাঁদ তালুকদারের মেয়ে অর্পা তালুকদার গোল্ডেন এ প্লাস পেয়ে প্রশংসাই ভাসছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন সে। সরকারি কিংবা আর্থিক না পেলে শেয়ার অনেক দূর এগিয়ে যাওয়ার আশা রাখে।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন