নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।গতকাল সোমবার বিকেলে উপজেলার শহরকুড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেন।নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের জলিল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) ও তার ভাই ইদ্রিস আলী (৫০)। ঘটনার আগে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই সহোদর। ঘটনাস্থলে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে চলন্ত মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হয় আপন দুই ভাই। ঘাতক বাসটি আটক করা যায়নি। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন