ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমের দাফন সম্পন্ন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

ঝিনাইগাতি উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাইম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাযার নামাজ ১৩ জুলাই রবিবার বিকাল সাড়ে ৫টায় ঝিনাইগাতীর খৈলকুড়া রফিক মিয়ার ধানের খলায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। এসময় মরহুমের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল ও ওসি মো. আল-আমীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ ছিলেন জানাযায়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম ১৩ জুলাই রবিবার সকাল ১০টার সময় তার নিজ বাড়ি খৈলকুড়াতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন