1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা জেলার ৫ জন উপজেলা প্রতিনিধিকে ১ বছর ধরে কার্যক্রম না করায় স্থায়ীভাবে বহিষ্কার করা হলো সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা নির্বাচনী প্রচারণায় পথ র‍্যালী তে বিশাল আলোচিত কর্ণেল আব্দুল হক – নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী বর্ধিত সভা পন্ডিতপুকুর স্কুল হল রুম নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী বর্ধিত সভা পন্ডিতপুকুর স্কুল হল রুম একইদিনে অল্প সময়ের ব্যবধানে চাচা ভাতিজির মৃত্যু কুয়েতে “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রবাসে শ্রমিকের কার্যকলাপে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ধর্মপাশায় একে পরিবারে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু।

খুলনায় কমিউনিটি ফোরাম প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় সরকারের সহিত সহযোগিতা, সেবামূলক কার্যক্রম, নাগরিক অধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘কমিউনিটি ফোরাম’ প্রকল্পের সূচনা সভা আজ ১৪ জুলাই (সোমবার) সকালে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান সভাপতিত্ব করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই প্রকৃত উন্নয়ন। এই সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করে যেতে হবে। প্রতিটি ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি করতে হবে। সভায় জানানো হয়, এ প্রকল্পটি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নির্ধারিত ২৪টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি ওয়ার্ড কমিটিতে ৪০জন সদস্য রয়েছেন। ২৪টি ওয়ার্ডে ২৪টি যুব কমিটি গঠন করার কাজ অব্যাহত রয়েছে। এ প্রকল্পের অধীন ২৪টি কমিটির ৯৬০জন সদস্যকে লিঙ্গ সমতা, মানবাধিকার, প্রাথমিক ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা এবং আয়মূখী কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য হলো বস্তি বা বস্তি সংশ্লিষ্ট সাধারণ মানুষের জন্য সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যদিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা। প্রশিক্ষণ ও কার্যক্রম বাস্তবায়নের মধ্যদিয়ে ২৪টি প্রশাসনিক ওয়ার্ডে ওয়ার্ড কমিটি ও একটি কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে তাদের অধিকার ও দায়িত্ব-কর্তব্যের বিষয়ে তথ্য দেওয়া এবং সক্ষমতা বৃদ্ধি করা। সরকারের সেবামূলক সংস্থাগুলো বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের সাথে সাধারণ উপকারভোগী মানুষের দুরত্ব লাঘব করে পরস্পরের অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতামূলক ও কার্যকরী সম্পর্ক তৈরি করা। এছাড়া এ প্রকল্পের অধীনে ২৪টি কমিটির ৪৮০জন মহিলা সদস্যকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের কাজ চলছে। কমিউিনিটি ফোরামকে আরও গ্রহণযোগ্য, ভারসাম্যপূর্ণ ও এর কন্ঠস্বর শক্তিশালী করার জন্য সুশীল সমাজের কিছু সদস্য যেমন উন্নয়নকর্মী সংস্থা, স্থানীয় স্বনামধন্য ব্যক্তি, বস্তির নেতা, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় বিশেষ অতিথি ছিলেন এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম ও কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এ্যাডামস ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিজানুর রহমান রাজা। সভায় কেসিসি’র কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড কমিনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট