1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা জেলার ৫ জন উপজেলা প্রতিনিধিকে ১ বছর ধরে কার্যক্রম না করায় স্থায়ীভাবে বহিষ্কার করা হলো সোনামুখী মেলার মেয়াদ শেষ,প্রশাসনের উচ্ছেদ অভিযান নন্দীগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা নির্বাচনী প্রচারণায় পথ র‍্যালী তে বিশাল আলোচিত কর্ণেল আব্দুল হক – নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী বর্ধিত সভা পন্ডিতপুকুর স্কুল হল রুম নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী বর্ধিত সভা পন্ডিতপুকুর স্কুল হল রুম একইদিনে অল্প সময়ের ব্যবধানে চাচা ভাতিজির মৃত্যু কুয়েতে “প্রবাসীর জীবন” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রবাসে শ্রমিকের কার্যকলাপে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ধর্মপাশায় একে পরিবারে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু।

নিউমোনিয়া নয়, পায়ুপথ কাটা শিবচরের রয়েল হাসপাতালে চিকিৎসা গাফিলতির ভয়াবহ অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: শেখ জায়েদ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় অবস্থিত রয়েল হাসপাতালে চিকিৎসা গাফিলতির চরম উদাহরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে। নিউমোনিয়ায় আক্রান্ত মাত্র দুই বছর বয়সী শিশু আয়ুষ-কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলেও, ভুল চিকিৎসার মাধ্যমে তার পায়ুপথ কেটে ফেলার মতো ভয়াবহ অপারেশন করা হয় বলে অভিযোগ করেছেন শিশুর পরিবার।আয়ুষের বাবা আশীষ কুমার নন্দ ও মা রতনা জানান, তারা পাঁচ্চর গোয়ালকান্দা গ্রামের স্থায়ী বাসিন্দা। প্রায় দুই সপ্তাহ আগে শিশুটির নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে তাকে রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত ২৯ জুন, রবিবার চিকিৎসকরা কোনো পূর্ণ পরীক্ষা বা সম্মতি ছাড়াই একটি অপারেশন করেন। এরপর দুপুর ১টার দিকে আয়ুষের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে কোনো কিছু না জানিয়ে পরিবারকে বলা হয়, দ্রুত ফরিদপুর বা ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে।পরিবারের সদস্যরা যখন ফরিদপুরের ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে পৌঁছান, তখন সেখানকার চিকিৎসকরা তাদের জানান শিশুর নিউমোনিয়ার কোনো চিকিৎসাই হয়নি, বরং তার পায়খানার রাস্তা কেটে ফেলা হয়েছে।শিশুটির মা রতনা বলেন,আমরা নিউমোনিয়ার চিকিৎসার জন্য গিয়েছিলাম। তারা আমাদের ছেলের জীবন ধ্বংস করে দিয়েছেএ বিষয়ে রয়েল হাসপাতালের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো মন্তব্য দিতে রাজি হননি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা চিকিৎসা গাফিলতির চূড়ান্ত উদাহরণ। কোনো রোগ নির্ণয় ছাড়াই অপ্রাসঙ্গিক ও ঝুঁকিপূর্ণ সার্জারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।বর্তমানে পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট