★আমার বাবা হাজী আব্দুস সাত্তার মিয়া
ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া গ্রাম সরকার,এবং
★ বাবা ছিলেন আমদিয়া ইউনিয়ন কৃষক দলের প্রতিষ্ঠাকালীন সাবেক সফল সভাপতি ,
★বাবার ছোট ভাই, আমার চাচা
এ কে এম আনোয়ার হোসেন, উনি ছিলেন
আমদিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত দুই দুই বারের সাবেক সফল চেয়ারম্যান,
★ হাজী এ কে এম আনোয়ার হোসেন চাচার একমাত্র ছেলে, আমার চাচাতো ভাই
★হাজী আব্দুল্লাহ রাজিব মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের সকল সভাপতি বর্তমান
★বড় চাচা মোঃ মোসলিম মিয়া(মেম্বার) আমদিয়া ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড জনগণের ভোটে নির্বাচিত সাবেক সফল সদস্য ছিলেন,।
★চাচা হাজী আব্দুল লতিফ পপুলার লাইফ ইন্সুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর,
★দাদা হাজী মাঈন উদ্দিন বাবার ব্যবসার উত্তরসূরি হিসেবে বাংলাদেশ জুট মিলের সাথে সফল পাট ব্যবসায়ী ছিলেন
★ দাদার বাবা আমার বড় বাবা
হাজী ফরজ আলী, বাংলাদেশ জুট মিলের সাথে উনি একজন সকল জুট ব্যবসায়ী ছিলেন,,
★চাচাতো দাদা হাজী ইয়াকুব আলী ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
এবং
★ উনার সুযোগ্য ছেলে এম এ আবুল হাসেম , বাংলাদেশ জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন,
★ চাচাত দাদা, মোঃ মনির উদ্দিন উনি ছিলেন আমদিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত সাবেক সফল প্রেসিডেন্ট ,
★ চাচাদের মধ্যে চার চাচাছিলেন মুক্তিযুদ্ধা,।
১/আব্দুল হাই মুক্তিযোদ্ধা কমান্ডার,
২/হাজী এ কে এম আনোয়ার হোসেন মুক্তিযোদ্ধা
৩/হাজী, মোঃ হাবিবুর রহমান মুক্তিযোদ্ধা
৪/ আব্দুল আউয়াল মুক্তিযোদ্ধা
বাকিটা ইতিহাস,
আমার পরিবার অতীত ঐতিহ্য বলে
যে আমারা এদেশ এবং দেশের জনগণের কথাই ভেবেছি , জনগণের সুখে দুঃখে সব সময় ছিলাম এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ
আমার এবং আমাদের জন্য দোয়া করবে মহান আল্লাহ যেন বাকি জীবন টা জনগণের সেবা করে কাটাতে পারি
জনগণের পাশে থাকতে পারি মহান আল্লাহর কাছে এটাই চাওয়া আমিন,