প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:০৭ এ.এম
৫নং দূর্গাপাশা ইউনিয়ন তেতুলিয়ার নদীর তীরে গড়ে উঠা বাখেরগঞ্জ উপজেলার এক সময়ের একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো দূর্গাপাশা ইউনিয়ন
মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //
নিউজঃ৫নং দূর্গাপাশার আসে পাশে আছে অনেক ছোট বড় খাল বিল। তেতুলিয়া নদীর সর্বনাশা লীলা এই ইউনিয়নের অধিকাংশ মানুষ এখন ভুমি হীন করেছেন তার মধ্যে আমি আমার চার চাচাও একই ভাবে নদী ভাংগনে সবকিছু হারিয়ে গিয়েছে এবং এই সর্বনাশা তেতুলিয়া নদীতে আমার চাচা মাওলানা আব্দুল বারী হাওলাদার, অধ্যক্ষ ঝালকাঠি নেছারাবাদ এন এস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন (হযরত কায়েদ সাহেব পীর সাবেক হুজুরের মাদ্রাসার) আমার আব্বাও একটা মাদ্রাসার সাবেক শিক্ষক এবং মসজিদের খতিব ছিলেন মৃত্যুঃ মাওলানা আব্দুল রশীদ এবং অনেক দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন তার মধ্যে অন্যতম গোবিন্দপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসা ( যেটা আমার নামে করেছিলো আবু ছালেহ কে ছালেহিয়া নাম দিয়ে কিন্তু সেখানে তার কোন প্রকার নাম নেই এবং সকল ডকুমেন্টস গুলো এখন আমি খুঁজে পেয়েছি উক্ত মাদ্রাসায় পড়াশোনা তো হচ্ছেই না মাদ্রাসার সুপার ও অন্যান্য শিক্ষকগন ও সঠিকভাবে সিডিউল অনুযায়ী পড়াশোনা করাচ্ছেন না।৫নং দুর্গাপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু হানিফ তালুকদার এবং লক্ষীবর্ধন গোবিন্দপুর ডি জিএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ২৭ বছর এবং এই ২৭ বছরে স্কুলের নিয়োগ বানিজ্য করেছেন এবং একজন সহকারী শিক্ষক সাজেদা সাজুকে মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে যাহা সম্পুর্ন আইন বহির্ভূত এবং মামলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) সেই নিয়োগকে অবৈধ বলে লিখিত ডকুমেন্টস রয়েছে কিন্তু সাজেদা সাজু ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কিভাবে বহাল তবিয়তে রয়েছে উপজেলা শিক্ষা অফিসার ইউ এন ওর লিখিত ডকুমেন্টস রয়েছে কিন্তু সেই ইউ এন ওর লিখিত ডকুমেন্টস উপেক্ষা করে কিভাবে সম্ভব হয়েছে সেটা কারও বোধগম্য নয়? তাদের ইউ এন ও এবং উপজেলা শিক্ষা অফিসার এর লিখিত অভিযোগ এর কোন মুল্য নেই শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে তাহলে ইউ এন ও এবং উপজেলা শিক্ষা অফিসার পদটি কেন রাখা হয়েছে এই ব্যাপারে আমি কয়েকটি নিউজ করলে ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা সাজু, তার ভাসুর ধুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম সিকদার, আহমদ সিকদার এবং প্রধান শিক্ষক সাজেদা সাজুর স্বামী আমার উপর ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছেন এবং তিনবার করে আমার উপর হামলাও চালিয়েছে তাদের ভাড়াটিয়া খুনী সন্ত্রাসী বাহিনীর লোকজন দিয়ে আমার বাবার ইন্তেকাল করেছেন ১৬ই ডিসেম্বর-২০২৪খ্রী. আর আমার ঘরে ঢুকে ৩০-৩৫ জন আমার ঘরে ঢুকে আমার ছোট বোন আছমা আক্তার ( ৩৫) বিবাহিত আমার ছেলে রাফসান জানি (১৭) আমার ভাগ্নে এহসান (১৭) আমার ভাগ্নে সালমান (২০) এই চার জনকে আমার নিজ ঘরে ঢুকে হামলা চালিয়ে উপরোক্ত চারজনেই আহত করে রেখে চলে গিয়েছে এবং বলে গিয়েছে সাংবাদিক মোঃ আবু ছালেহ বিপ্লব কোথায় পেলে আজকেই মেরে ফেলতাম তাই আমি উপরোক্ত ৩০-৩৫ জনের মধ্যে কিছু নাম পেয়েছি এবং নিউজ করেছি বাকীদের নামও খুব শীগ্রই তদন্ত করে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি আমার নিজ বাড়ীতে অবস্থান করতে পারছি না এই খুনী সন্ত্রাসীদের অত্যাচারে আমার ঘরবাড়ী শক্তি বন্যায় একবার এখন এই তেতুলিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় আবারও পানিতে ডুবে রয়েছে এবং আমার মা-বাবার কবরস্থান দুটো পানির নিচে ডুবে রয়েছে এবং ভেংগে গিয়েছে এবং আমি সেটাও ঠিক করাতে পারছি না খুনী সন্ত্রাসীদের জীবন নাশতার ভয়ে কারন দুনিয়ায় আমার আল্লাহ তায়ালা ব্যাতিত এখন আর দুনিয়ায় কেউ নেই এবং কারও কোন প্রকার আইনের সাহায্য সহযোগিতা কামনা করেও পাচ্ছিনা তাই জীবন নাশতার প্রতিটি মুহূর্ত পার করছি এবং আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
=> আয়তন – ৫৮.১৪ (একর)
=> লোকসংখ্যা – ১৩৩৩৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
=> গ্রামের সংখ্যা – ১৪ টি। যেমনঃ
ক) পাঠকাটি, খ) জিরাইল, গ) গোবিন্দপুর, ঘ) পূর্ব আংঙ্গারিয়া, ঙ) কিশমত দূর্গাপাশা, চ) কাটাখালী, ছ) লহ্মিবদ্র্ধন, জ) ঘোষকাটি, ঝ) বিশারিকাঠি, ঞ) দূর্গাপাশা, ট) চর দূর্গাপাশা, ঠ) নতুন চর দূর্গাপাশা, ঢ) কালো বাকলা।, ড) চর লহ্মীবদ্র্ধন।
=> মৌজার সংখ্যা – ১১ টি।
=> হাট/বাজার সংখ্যা - ৬ টি।
১। সেনের হাট, ২। গোবিন্দপুর বাজার, ৩। জিরাইল হাট, ৪। পাটকাঠী বাজার, ৫। জিরাইল বাজার, ৬। দুর্গাপাশা বাজার।
=> উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ট্রলার/বাইসাইকেল/সাইকেল।
=> শিক্ষার হার – ৬৭%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
১। সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
২। বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
৩। উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
৪। মাদ্রাসা- ৫টি।
=> দায়িত্বরত চেয়ারম্যান জনাব আবু হানিফ তালুকদার, দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ৩০-৩৫ বছর যাবত দ্বায়িত্ব পালনের পাশাপাশি সতন্ত্র রাজনীতির সাথেও জড়িত এবং চেয়ারম্যান হওয়ার পরে দুর্গাপাশা ইউনিয়নের সাধারণ জনগণের ভাগ্যের কোন প্রকার পরিবর্তন না হলেও তিনি ৩২কানি জায়গা ক্রয় করেছেন চর বিশ্বাসে এবং আলহাজ্ব সামসুল আলম চুন্নু সাবেক উপজেলা চেয়ারম্যান বাকেরগঞ্জ উপজেলা তিনি আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আব্দুল হাফিজ মল্লিক সাহেব এর বিরুদ্ধে বরিশাল-৬ আসনে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তার প্রতীক ছিলো ট্রাক এবং ৫নং দুর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হানিফ তালুকদার প্রায় ১কোটি টাকার মত টাকা খরচ করিয়েও তাকে ১০০ ভোট দিতে পারেনি।
=> গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩ টি।
=> ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৮৮ইং।
=> নব গঠিত পরিষদের বিবরণ–
১) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০০৩ ইং
২) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
=> ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত