(জনতা সংস্থা J.S. পরিবারের -বিধিমালা)
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে
(১) অফিস টাইম-(১০-৪টা)
(২) বেতন প্রদান ৮-১০ তারিখ
(৩) কাজের উপর বেতন ধার্য করা হবে।
(৪) টার্গেট ফিলাপের মাধ্যমে বেতন ধার্য হবে।
(৫) স্টাফ জয়েনিং রেজিষ্ট্রেশন ফি ৫০০৳
(৬)J.S. পরিবারের সদস্য ফি ২০৳
(৭) স্টাফদের মাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক।
(৮) ফিল্ড কর্মীদের প্রতিদিনের কাজের বিবরণ প্রতিদিন (৪-৫) টায় অফিসে জমা দিতে হবে(অনলাইনে)। এটির মাধ্যমে হাজিরা নিশ্চিত হবে।
(৯)সকল স্টাফের আচরণ মার্জিত এবং অফিসের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক।
(১০) তালিকায় উল্লেখিত সকল সেবা ও পণ্যসামগ্রী (J.S) এর সদস্যদের প্রদান করা স্টাফদের বাধ্যতামূলক।
(১১)প্রতি মাসে প্রতিটি ইউনিয়ন ক্যাম্পে পণ্য ও সেবা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
(১২) ডিউটি চলাকালীন সময়ে কোন সমস্যা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটলে তা প্রমাণ সহ বিভাগীয় অফিসে জানাতে হবে।
(১৩) সর্বদা মার্জিত ব্যবহার ও স্মার্ট ভাবে কাজ সম্পন্ন করতে হবে।
(১৪) স্টাফদের দায়িত্বশীল এবং কর্তব্যশীল হতে হবে।
(১৫) কাজের উপর ভিত্তি করে স্টাফদের প্রমোশন কিংবা বদলী করা যেতে পারে।
(১৬) বাৎসরিক ২টি বোনাস প্রদান করা হবে।
(১৭) মাসিক হাজিরা বোনাস এবং টার্গেট বোনাস দেয়া হবে।
(১৮) কোন কর্মী ইচ্ছাকৃত কাজের ব্যাঘাত ঘটালে কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন কার্যকলাপ প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা নিতে পারবে বিভাগীয় অফিস।
(১৯) সকল স্টাফদের অফিস নিয়ম অনুযায়ী যাবতীয় কাগজপত্রাদি বিভাগীয় অফিসে জমা আবশ্যক।
(২০) কোন স্টাফ প্রতিষ্ঠান থেকে অব্যাহতি নিতে চাইলে যথাযথ কারণ উপস্থাপন সহ নূনতম ১ মাস আগে বিভাগীয় অফিসে জানাতে হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন