প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৮:১৮ এ.এম
খুলনায় অবৈধ অস্ত্র-গুলিসহ ৪ ‘সন্ত্রাসী’ গ্রেফতার
মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার
খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গুলি ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দিনগত রাতে খুলনা সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন শাকিল গ্রুপের প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মো. শাকিল (২৩) এবং আশিক গ্রুপের ইয়াসিন আরাফাত (২৭)। আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যুঅভিযানে ১টি ৭.৬৫ মিমি পিস্তল (ম্যাগাজিনসহ), ১টি পাইপগান, ৫ টি বিভিন্ন প্রকার তাজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টানগান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।উল্লেখ্য, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সবার নামেই খুলনা মেট্রোপলিটনের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত