প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১:০৩ পি.এম
১৯ জুলাই ভাটেরা ইউনিয়ন বিএনপির কাউন্সিল
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়ন বিএনপির কাউন্সিল আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ০৯ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকেল ২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয় মনোনয়নপত্র জমাদান পর্ব।এ সময় বিভিন্ন পদে মোট ৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা দাখিল করেন।
সভাপতি পদে প্রার্থী:
১. আযাদ মিয়া সিদ্দিকী
২. মুহিবুর রহমান
সাধারণ সম্পাদক পদে প্রার্থী:
১. সৈয়দ রনি হাসান সালাম
২. আজমল হোসেন (চুনু)
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী:
১. মুহিবুর রহমান দলা
২. সুলেমান মিয়া সিদ্দিকী
৩. জয়নাল মিয়া
৪. আকুল মিয়া
🗳️ নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন:
আব্দুল মুক্তাদির (মুক্তার) – প্রধান সমন্বয়কারী ও সদস্য, আহ্বায়ক কমিটি, কুলাউড়া উপজেলা
আহমদ কবির রিপন – সমন্বয়, ভাটেরা ইউনিয়ন বিএনপিঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন:আব্দুল জলিল জামাল – যুগ্ম আহ্বায়ক, কুলাউড়া উপজেলা বিএনপি মইনুল হক বকুল – সদস্য, কুলাউড়া উপজেলা বিএনপি আবু সুফিয়ান প্রিন্স – সদস্য, কুলাউড়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি
উপস্থিত ছিলেন আরও:
আবুল কালাম তছন – আহ্বায়ক, ভাটেরা ইউনিয়ন বিএনপি
মনসুর আহমদ সুলতান – প্রধান আহ্বায়ক, নির্বাচন বাস্তবায়ন কমিটি
তারা মিয়া সিদ্দিকী – সদস্য
হিরন মিয়া সিদ্দিকী – সদস্য
সেলিম আহমদ
সৈয়দ হৃদয় আহমদ সদর
এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত