বাগেরহাটের রামপালের ১০ টি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচন সম্পন্ন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৯ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রামপালের ১০ টি ইউনিয়নের তৃণমূল বিএনপির সদস্যদের ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (৯ জুলাই) উপজেলার পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নের নির্বাচনের মধ্য দিয়ে ১০ টি ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের প্রধান ৫ পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কমিটি গঠনের এ নির্বাচন সম্পন্ন হয়।জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগেরহাটের ১০ টি উপজেলা বিএনপির তৃণমূল ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুরু করা হয়। এর অংশ হিসেবে রামপালের ১০ টি ইউনিয়নের ওয়ার্ড কমিটির নির্বাচন শুরু হয়। আজ (৯ জুলাই) উপজেলা বিএনপির পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নের ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন প্যানেল ৯০ টি পদের মধ্যে ৫৮ টিতে জয় পান। উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের প্যানেল জয় পেয়েছেন ৩২ টি পদে। এতে আহবায়ক হাফিজুর রহমান তুহিন প্যানেল জয় পেয়েছেন মোট ১৯৬ পদে। অপরদিকে সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম প্যানেল জয় পেয়েছেন মোট ২৫৪ টি পদে। কাজী জাহিদ প্যানেল ৫৪ টি পদে এগিয়ে রয়েছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তৃণমূলের নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তৃণমূলের বিএনপির নেতারা জানান গত ৩০ বছর পরে তৃণমূলের নির্বাচনে তারা খুশি হয়েছেন। উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামীতে ওয়ার্ডের পরে ইউনিয়ন ও উপজেলা বিএনপির কমিটি ভোটের মাধ্যমে গঠন করা হবে। এতে দল আরো শক্তিশালী হবে বলে মনে করেন এ নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন