প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১১:৪৬ এ.এম
নন্দীগ্রামে ডিবির অভিযানে হেরোইন উদ্ধার, তিন কারবারি গ্রেপ্তার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ তিনজন কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় মাদক বিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। প্রাইভেটকার ও তাদের দেহ তল্লাশি করে ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়।গ্রেপ্তারকৃতরা- শাজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার রবিউল ইসলাম ভটের ছেলে শামিম আহম্মেদ সবুজ (২৮), একই উপজেলার জোকা মোল্লাপাড়ার শহিদুল ইসলামের ছেলে শিবলু হোসেন (২৮) এবং বেতগাড়ী লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত