মাদারীপুর-১ (শিবচর) আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু ভাইকে এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ৭ জুলাই, ২০২৫
-
৭৭
বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর-১ (শিবচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু ভাইকে এমপি হিসেবে দেখতে চান শিবচরের সাধারণ মানুষ।সোমবার বিকেলে আয়োজিত বিশাল গণরেলিটি মাদবর চর থেকে শুরু হয়ে পাঁচ্চরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনার বাংলার সামনের সড়কে এসে শেষ হয়।
এই রেলিতে নেতৃত্ব দেন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির হাওলাদার।এছাড়াও রেলিতে উপস্থিত ছিলেন
শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী ও মাদবর চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার মাদবরশিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুজ্জামানশিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধাসাবেক শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মোল্লারেলি জুড়ে প্রতিধ্বনিত হয় গণমানুষের কণ্ঠস্বর:
“জনতার নেতা, লাভলু ভাই”,
“শিবচরের গর্ব, লাভলু ভাই”,
“একটাই দাবি — লাভলু ভাই এমপি”।
নেতৃবৃন্দ বলেন, লাভলু ভাই একজন ত্যাগী, সৎ ও মানবিক নেতা, যিনি শিবচরের মানুষের কল্যাণে বহুদিন ধরে কাজ করে আসছেন।
নাসির হাওলাদার বলেন, “এই রেলি দলীয় কর্মসূচি নয়, এটি সাধারণ জনগণের হৃদয়ের ভাষা। তারা আজ পরিবর্তনের ডাক দিয়েছে।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন