1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের , বই, খাতা, কলম বিতরণ অনুষ্ঠান ২০২৫ বৈষম্য দূর করতে আমরা রাজনীতির নতুন দর্শন নিয়ে এসেছি-সরোয়ার তুষার লাকসামে মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার খুলনার দাকোপে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহে রঘুনাথ জিউর আখড়া মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ! মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রয়েছে দেশ পুনর্গঠনের রূপরেখা বগুড়ায় কবি কাজী নজরুলের ৪৯তম প্রয়াণ দিবস পালিত খুলনার দাকোপে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত ১২ বছর ধরে শিকলবন্দী এক অসহায় মা, দিন গুনছেন সন্তানের আশায়।

রাজপথ কখনো বেইমানি করে না, ই এম মেহেদী হাসান সাধারণ সম্পাদক আমদিয়া ইউনিয়ন যুবদল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি

বর্তমান সময়ে এখন তো অনেকেই, অনেক বড় নেতা, একটা সময় ছিল, আমার তৈরি করা রাজনৈতিক পথে অনেকেই হাঁটতো
স্বৈরাচার আমলে, ঢাকার রাজপথ,থেকে শুরু করে,
২০১২ সাল কান্দাইল স্টান্ড অবরোধ কর্মসূচি, সেটা আমার তথা ছাত্রদলের উদ্যোগে হয়েছিল ইউনিয়নের ছোটখাটো প্রোগ্রাম এমনকি রাতের অন্ধকারে প্রোগ্রাম করতাম, যখন কেউ কথা বলার সাহস করত না,তখন সেটা আমরাই শুরু করি, রাতের অন্ধকারে অনেক প্রোগ্রাম করি,অনেক কর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া , তারপর অনেক নেতাই তা শুরু করে,কক্সবাজার ট্যুর মঈন খান স্যারের ছবিসহ টি শার্ট নিয়ে আমরাই সর্বপ্রথম যাই, এরপর অনেকেই যায়,,কাফনের কাপড় মাথায় বেঁধে চনগর্দি প্রোগ্রামে যাই, সেই মিছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত পৌঁছায়,কয়েকটি ট্রাক ভর্তি লোক নিয়ে পুরাই ইউনিয়নে মিছিল করি, এই দুঃসাহস তখন কেউ দেখাতো না,সেটা আমরাই করি২০১৪ সালের জাতীয় নির্বাচন বয়কট করি,এবং প্রতিহত করি রাস্তায় দাঁড়িয়ে, ঐ সময় আমাদের ইউনিয়নের অনেক সিনিয়র নেতা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করে,আর আমরা যারা প্রতিহত করি আমাদেরকে স্বৈরাচারী দোসরা বানিয়েছিল হাফপ্যান্ট বাহিনী সন্ত্রাসী আখ্যায়িত করে পত্রিকায় পেপার কাটিং করে,২০১৮ সালের নির্বাচনে ভোটার লিস্টের কাগজটা পর্যন্ত কেউ নিতে সাহস করতো না,সেটা আমি বাবু শান্ত গুলশান থেকে নিয়ে আসি পরে ওয়াডওয়ার্ড পৌঁছে দেই,২০২৩ সাল নভেম্বর ৩০ তারিখ আমি সহ ১১ জনকে খেলা দেখার সময় গ্রেফতার করে নিয়ে যায়, নিয়ে আমাদেরকে দুটি বিস্ফোরণ মামলা ও একটি চাঁদাবাজি মামলা দেয়, দীর্ঘ 16 দিন কারাবরণ করার পর বেরিয়ে আবার ঢাকার রাজপথে,২০২৪ এ নির্বাচন নির্বাচন বয়কটের লিফলেট গুলশান থেকে নিয়ে আসার পর, ইউনিয়নের অনেক সিনিয়র নেতাকে ফোন করি, আসেন লিফলট বিতরণ করি কিন্তু কেউ সাহস করেনি, তখন আমি আমার সহযোদ্ধাদের নিয়ে লিফলেট বিতরণ করি,সেই ছবি ফেসবুকে পোস্ট করি,এমনকি ফেসবুক লাইভে এসে নির্বাচন বয়কট করি,প্রতিটা নির্বাচন আসলেই পোহাতে হয়েছে নির্মম যন্ত্রণা ,পুলিশি হয়রানি, যাকি না ইউনিয়নের অন্য কোন নেতায় এই যন্ত্রণা ভোগ করেনি,,জুলাই আন্দোলনে প্রতিটা প্রোগ্রামে ছিলাম ঢাকার রাজপথে,মৃত্যুর মুখ থেকে ফিরে আসি আমি, কিন্তু তখন আমার ইউনিয়নের অনেক সিনিয়র নেতাকে বলেছিলাম আমরা কান্দাইল বাস স্ট্যান্ডে প্রোগ্রাম করব কিন্তু স্যারের দোহাই দিয়ে তারা প্রোগ্রামে রাজি হননি,বিগত বছর গুলোতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা প্রোগ্রাম প্রতিবছর আমরাই করি,আগে কোন নেতায় সাহসই করত না করার জন্য, বিগত স্থানীয় সরকার নির্বাচনে, মঈন খান স্যার যখন বলে দলের কে নির্বাচন করবেন,তখন দলের কোন সিনিয়র নেতা রাজি হননি, পরে স্যার আমাকে স্থানীয় সরকার নির্বাচন করতে বলেন, এবং আমি নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমার দলের নেতৃবৃন্দ, ওসকল নেতাদের রূপ পরিবর্তন হয়েগে অনেক আগেই তারা, স্বৈরাচারী দলের নৌকা মার্কায় সমর্থন দিয়ে ফেলেছে অনেক নেতারা,তারপর আমি নির্বাচন থেকে সরে আসি,এরপর আমাদের ইউনিয়নের নেতাদের রূপ ফুটতে উঠতে শুরু করল ভোট দিয়েছে অনেকেই,নৌকা মার্কা,পুরা ইউনিয়নে নৌকা মার্কার মিছিল করেছে, আজকে তারাই বড় নেতা সাজতে চাই,,সাধু সাবধান, ইউনিয়নটা কাউকে ইজারা দেওয়া হয়নি,যে যেমন খুশি তেমন নাচাবেন ,,আমরা রাজপথে বুলেটের সামনে থেকে বেঁচে আসা সৈনিক প্রয়োজনে আবার যুদ্ধ হবে, তবু কোন স্বৈরাচারীর কাছে মাথা নত করব না,আমরা আছি থাকবো , ইনশাল্লাহ,।অনেকে হয়তো মনে মনে রাগ হবেন কিন্তু এই কথা গুলো চিরন্তন সত্য

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট