প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৫:৪১ পি.এম
নরসিংদী জেলার মাধবদী থানার অন্তরগত আমদিয়া ইউনিয়ন এর দুই দুই বারের সভাপতি বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক ইএম মেহেদী হাসান এর জীবন কাহিনী
এইচ এম জাকির হুসাইন ভ্রাম্মমান প্রতিনিধি
আজ পর্যন্ত অনেক নেতার পেছনের কাহিনি দেখলাম। ফেক আইডি দিয়ে হোক বা গোপনে হোক বা সামনাসামনি হোক। অনেকেই দলের সাথে বেইমানি করেছে গোপনে৷ হয়তো তখন ছোট ছিলাম এতোকিছু বুজতে পারতাম না। একদল ক্ষমতায় আসলে অন্যদলের লোকদের গোপনে আশ্রয় দিতো। যেন পরবর্তী সময় দল ক্ষমতায় না থাকলে নিজেকে সেভ করতে পারে। দলের পাওয়ার তাদের সাথে ভাগ করে নিতেন। এমন হাজার ঘটনা চোখে পড়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মেহেদী ভাইকে সেই ছোট থেকে দেখে এসেছি কোনোদিন দলের কর্মী হিসেবে দলের সাথে বেইমানি করতে দেখনি। টাকার কাছে নিজের আত্বসম্মানকে বিক্রি হতে দেখিনি। তিনি আমার জানা মতে অন্যায়ের সাথে কখনো আপোস হতে দেখিনি। কোনো মিথ্যা আজ পর্যন্ত প্রীয় ভাইকে দমিয়ে রাখতে পারে নি। আলহামদুলিল্লাহ এটা আমি গর্বের সাথে বলতে পারবো। আসলে নেতা হতে হলে এমন গুনাগুনই প্রয়োজন। যার কাছে নিচু শ্রেনী থেকে শুরু করে উপরের মহল পর্যন্ত কোনো কর্মী অবহেলিত হন নি। সবাইকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গেছেন। কোনো গোপন তথ্যও কেউ কখনো ফাঁস করতে পারেন নি। এক কথায় জনপ্রীয় এবং সৎ নিষ্ঠা একজন কর্মী। যিনি কখনো মিথ্যার সামনে মাথা নত করেন নি। অবশেষে একটা কথাই বলবো। আমদিয়াতে যদি কোনো সৎ এবং একনিষ্ঠার সাথে দলের জন্য কাজ করে গেছেন তাহলে মেহেদী ভাইয়ের প্রশংসনীয়তা বলে শেষ করা যাবে না। আল্লাহর কাছে আপনার জন্য মন থেকে দোয়া করি প্রীয় বড় ভাই আমার আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারকে সবসময় ভালো রাখেন। পাশাপাশি আপনার মন মানসিকতা যেন সবসময় এমন মিশুক প্রকৃতির থাকে। আল্লাহ আপনাকে উওম নেক হায়াত দান করুক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত