বরিশালে তরুণীকে রক্ষা করলেন হিজড়ারা, ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম ক্রাইম রিপোর্টার,বরিশাল প্রতিনিধি
বরিশাল শহরের রসুলপুর চরে মঙ্গলবার রাতে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা—তৃতীয় লিঙ্গের মানুষেরা এক তরুণীকে সম্ভাব্য যৌন নিপীড়নের হাত থেকে রক্ষা করলেন।অভিযুক্ত যুবক সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে দিয়েছেন এই সাহসী হিজড়া সদস্যরা।জানা গেছে, রাত প্রায় সাড়ে ৯টার দিকে ওই এলাকার একটি গলিপথ দিয়ে স্থানীয় এক তরুণী বাজার করতে যাচ্ছিলেন। পথে এক যুবক তার গতিরোধ করে তাকে জোরপূর্বক একটি ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তরুণীর চিৎকার শুনে তাঁর বাবা এগিয়ে এলে তাকে মাথায় আঘাত করে আহত করে যুবকটি।এ সময় কাছাকাছি একটি বাড়িতে তৃতীয় লিঙ্গের মানুষেরা নিজেদের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। চিৎকার শুনে তাঁরা দৌড়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। একপর্যায়ে সবাই মিলে অভিযুক্ত সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন এবং দ্রুত পুলিশে খবর দেন।হিজড়া পাখি এবং স্থানীয় শান্তা নামে দুইজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা হইচই শুনেই বের হই, এসে দেখি এক মেয়ে কাঁদছে আর তার বাবার মাথা রক্তে ভিজে গেছে। তখন আর দেরি না করে আমরা ওই ছেলেকে ধরে ফেলি।”কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “তৃতীয় লিঙ্গের মানুষদের সহযোগিতায় এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। মেয়েটির বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।”সম্মান ও সাহসের নতুন দৃষ্টান্তএই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সমাজে যারা সবসময় অবহেলার শিকার—তাঁরাও বিপদের সময় বীরের মতো ভূমিকা রাখতে পারেন। হিজড়া সম্প্রদায়ের এই সাহসিকতা প্রমাণ করে, তারা কেবল করুণা নয়, সম্মান পাওয়ারও যোগ্য।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন