প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:৩০ পি.এম
বগুড়ায় প্রদেশ আন্দোলন আহবায়ক কমিটি গঠন
বগুড়া প্রতিনিধি :
উত্তরবঙ্গের রাজধানী হিসেবে বগুড়াকে প্রদেশ ঘোষণার দাবি আদায়ে প্রদেশ আন্দোলন বগুড়া নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। আনোয়ারুল করিম দুলালকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।বুধবার দুপুরে শহরের সেউজগাড়ী বগুড়া নার্সিং হোমে সমন্বয় সভার মাধ্যমে প্রদেশ আন্দোলন বগুড়ার কমিটি আত্মপ্রকাশ করে। এটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।ডা. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উত্তরবঙ্গের প্রদেশ শীর্ষক বৈঠকে সংশ্লিষ্টদের পরামর্শসহ সমন্বয় করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদেশ আন্দোলন বগুড়ার বৃহত্তর কমিটি গঠনকল্পে আগামী ৯ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া নার্সিং হোমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের আহবায়ক আনোয়ারুল করিম দুলাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত