নন্দীগ্রামে আ-লীগের সাধারণ সম্পাদক মাসুম গ্রেপ্তার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২ জুলাই, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে
Oplus_16908288

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে মিজানুর রহমান মাসুম (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার দমদমা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন সাবেক ইউপি সদস্য মাসুম। তিনি ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দমদমা এলাকার আতিয়ার রহমানের ছেলে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও এলাকায় প্রকাশ্য ছিলেন। পন্ডিতপুকুর বাজারে কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানেও নিয়মিত বসতেন।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, গত ২৭ জানুয়ারি নন্দীগ্রাম থানায় দায়েরকৃত হামলা ও বিস্ফোরক মামলার তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি আওয়ামী লীগ নেতা মাসুমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন