1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে স্বেচ্ছাসেবক দলের ফুটবল ও খেলাধুলার উপকরণ বিতরণ ময়মনসিংহে “নারীদের কণ্ঠস্বর” শীর্ষক র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার খুলনার নতুন ডিসি_ আ. স. ম. জামশেদ খোন্দকার ঢাকায় পৌঁছেছেন চৌদ্দগ্রামের গণমানুষের নেতা জননেতা কামরুল হুদা। চৌদ্দগ্রামে ৮শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন। খুলনার দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামের সুস্থতা কামনা ম্যানগ্রোভ ভ্যালি থেকে পর্যাটক নিয়ে সুন্দরবনের ভ্রমণ শেষে ফেরার পথে জালিবোট উল্টে মার্কিন প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন বৃত্তান্ত— শাল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পৃথক পৃথক আলোচনা সভাঃ

ভাটেরা রেললাইনের পাশে মাত্র ১৫ ফুট দূরে দোকানপাট! অবৈধ দখল ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার এলাকায় রেললাইন থেকে মাত্র ১০ থেকে ১৫ ফুট দূরত্বে গড়ে উঠেছে একাধিক দোকানপাট ও স্থাপনা। রেলওয়ের নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি, তবুও রেল কর্তৃপক্ষের নজরের বাইরে থেকে দিনের পর দিন এই অবৈধ দখল ও নির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।ভাটেরা রেলওয়ে ষ্টেশন দীর্ঘদিন থেকে বন্ধ, শুরু হয় নিজের বাহিরে দোকান বানিয়ে ভাড়া দেওয়াস্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অনেকেই রেললাইনের পাশের জমিকে নিজেদের মতো করে লিজকৃত বলে দাবি করে সেখানে আলাদা ঘর নির্মাণ করে দোকান ভাড়া দিচ্ছেন। অথচ এসব ঘর বা দোকানের কোনো সরকারি অনুমোদন নেই। রেল কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে অজ্ঞ বলে অভিযোগ।শিক্ষার্থীদের চলাচলের পথও দখল!রেললাইনের পূর্ব পাশে রয়েছে ভাটেরা স্টেশন বাজার, ভাটেরা উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ, এবং সাইফুল তাহমিনা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা যেতে হলে এই বাজার দিয়ে যেতে হয়, কিন্তু বাজারে টপিক ঝাম থাকায় রেললাইনের পাশ দিয়ে যেতে হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী প্রতিদিন রেললাইনের পাশ দিয়ে যাতায়াত করে।কিন্তু বর্তমানে রেললাইনের একপাশে গড়ে উঠা অবৈধ দোকানঘর নির্মাণের ফলে শিক্ষার্থীদের যাতায়াতের পথটিও বন্ধ হয়ে গেছে। এতে তারা এখন রেললাইনের আরও কাছে বা উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার করতে বাধ্য হচ্ছে।আইন ও নিরাপত্তার দিক থেকে উদ্বেগরেলওয়ে আইন, ১৮৯০ অনুযায়ী, রেললাইনের উভয় পাশে কমপক্ষে ৪২ ফুট এলাকা নিরাপত্তা অঞ্চল হিসেবে নির্ধারিত—যেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা আইনত নিষিদ্ধ। অথচ এখানে তা উপেক্ষা করে একাধিক স্থায়ী ও অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এমনকি কিছু কিছু দোকান ভাড়াও দেওয়া হচ্ছে, যা সরকারি সম্পত্তি দখলের শামিল।সচেতন মহল মনে করছেন, এ অবৈধ দখল শুধু নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং এটি একটি সংগঠিত অনিয়ম ও অবহেলার চিত্র। তাঁরা দ্রুত সময়ের মধ্যে রেলওয়ে ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।এদিকে রেলওয়ে কতৃপক্ষের নজরে আসে এসব দোকানপাট, রেলওয়ে কতৃপক্ষ লিজ কৃত মালিক পক্ষ এবং ষ্টেশন বাজার বণিক সমিতিকে অবহিত করেন, আজ ০২/০৭/২০২৫ ইংরেজি সকাল ১০ ঘটিকায় ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকমল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, কোষাধ্যক্ষ শাহ ছালেক আহমেদ, ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, সদস্য আব্দুস সামাদ তালুকদার সহ মালিকপক্ষের সাথে আলোচনা করে রেলওয়ে কতৃপক্ষের সাথে আলোচনা করে আগামী ১৭/০৭/২০২৫ ইংরেজি তারিখ পযন্ত সময় নেন, এ সময়ের মধ্যে যদি মালিকপক্ষ নিজ দায়িত্বে তাদের ঘর ভেঙে না দেন তাহলে রেলওয়ে কতৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট