প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ২:৪২ পি.এম
বরিশাল হিজলা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
বরিশাল হিজলা প্রতিদিনঃ আলমগীর হোসাইন
বরিশাল হিজলা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় হিজলা উপজেলার মাননীয় নির্বাহী অফিসার জনাব মোঃ ইলিয়াস শিকদার সাহেবের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কাসেমুল উলূম ইসলামীয়া মাদরাসায় বাদ জোহর কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়া শেষে অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য হিজলা উপজেলার মাননীয় নির্বাহী অফিসার জনাব মোঃ ইলিয়াস শিকদার সাহেব মিষ্টির ব্যবস্থা করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন এই দিনটি আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী নেতা,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হিজলা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মহসিন শিকদার এবং ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র শিক্ষকগন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কাসেমুল উলূম ইসলামীয়া মাদরাসা, শামসুন্নাহার মহিলা মাদরাসা ও লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ সালাহউদ্দিন খান তিনি শহীদদের মাগফিরাত কামনা করে এবং জাতির কল্যাণ ও শান্তি প্রার্থনায় মুনাজাত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত