কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।বাজেট অধিবেশনটি পৌর প্রশাসক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়।প্রস্তাবিত বাজেটের মোট পরিমাণ ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৫ কোটি ১২ লাখ ১২ হাজার ৮৭৪ টাকা এবং উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা। উন্নয়ন ব্যয় হিসেবে ধরা হয়েছে মোট ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। এতে বাজেট উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা। চলতি অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৪১ টাকা আগামী অর্থবছরে স্থানান্তর করা হয়েছে।সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, “পৌরসভার নিজস্ব তহবিল ও সরকারি-বেসরকারি প্রকল্পের সহায়তায় কুলাউড়া পৌর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”তিনি আরও বলেন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত ও সড়ক প্রশস্তকরণ, যানবাহন নিয়ন্ত্রণ, হাটবাজার উন্নয়ন, কসাইখানা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ, এবং পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।এছাড়াও পৌর এলাকার শিক্ষার মানোন্নয়নে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান চালুরও প্রস্তাব করেন তিনি।