.পীরগাছায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কমিটি গঠন আহবায়ক আনোয়ার, সদস্য সচিব টারজান, যুগ্ম আহবায়ক সোহাগ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৯ জুন, ২০২৫
-
৩৯
বার পড়া হয়েছে

শাহ মোঃ জাহিদ হোসেন (রংপুর জেলা) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা শাখার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, সদস্য সচিব ফুয়াদ হাসান টারজান ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া। শনিবার বিকেলে পীরগাছা জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ কমিটির নাম ঘোষণা করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রংপুর জেলা আহবায়ক আব্দুল মতিন।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের জেলা সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন তৈয়ব, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপি নেতা মোস্তাক আহমেদ স্বপন, মোজাহার আলী, আব্দুর রহিম, মোক্তার হোসেন, আব্দুল মজিদ সহ অনেকে।
জেলা আহবায়ক আব্দুল মতিন বলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সাথে আমি ১৩বছর ধরে জড়িত। ১৩বছর ধরে আমি ঘুরেছি এই কমিটির জন্য। ২১টি জেলায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কমিটি হয়েছে। এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কিন্তু শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা। এই আন্দোলনের উদ্দেশ্যে ছিল দেশের মানুষ যেন ভালো থাকে। পর্যায়ক্রমে এই আন্দোলনের কমিটি দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন