1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় আখের বাম্পার ফলন উন্নত জাত, অনুকূল আবহাওয়া ও কৃষকদের যত্নে হাসি ফুটেছে চাষিদের মুখে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমাই প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  নরসিংদীর সদর উপজেলার অলি কে ৮ টুকরা করে স্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে ,গ্ৰেফতার (৩) শিবচরে বিএনপির নেতাকর্মীদের উপর আলীগের হামলা, আহত অন্তত ২৫ খুলনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তল-গুলিসহ অস্ত্র উদ্ধার ঝিনাইগাতীতে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস ঝিনাইগাতীতে খেলাধুলার সামগ্রী বিতরণ নরসিংদীর শিলমান্দীতে অবৈধ চায়না বিয়ার কারখানার সন্ধান নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতিও বিএসএফ লাকসামে অটো মিশুক ছিনতাই চালকের চোখের আড়ালেই মুহূর্তে উধাও গাড়ি

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, হাসপাতাল জুড়ে হাহাকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম, বরিশাল জেলা প্রতিনিধি

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সদর উপজেলাসহ জেলার অন্যান্য এলাকাতেও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ জন। এ নিয়ে চলতি বছরে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ জনে।জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদরে ৭৮ জন এবং পাথরঘাটায় ৫ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৪১ জন। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ২০৬ জন, পাথরঘাটায় ১০ জন, তালতলীতে ৯ জন, বামনায় ৮ জন, আমতলীতে ৪ জন এবং বেতাগীতে ৪ জন রোগী চিকিৎসাধীন।এদিকে, বরগুনা জেনারেল হাসপাতাল এখন ধারণক্ষমতার প্রায় চারগুণ বেশি রোগী নিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের সাধারণ ওয়ার্ড, করিডোর এমনকি ফ্লোর পর্যন্ত রোগীতে ঠাসা। শয্যার সংকটের পাশাপাশি রয়েছে চিকিৎসক ও নার্সেরও ঘাটতি।হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুপ্রিয়া হাওলাদার বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমাকে বরগুনা জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়েছে। এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ। শয্যা তো দূরের কথা, হাঁটার জায়গাটুকুও নেই। চিকিৎসক ও নার্সের সংকটে সেবা দিতে আমরা চরম কষ্টে আছি।”হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাহমুদ মুর্শিদ শুভ বলেন, “গতকালের তুলনায় আজ রোগীর সংখ্যা আরও বেড়েছে। এমনকি ছুটির দিনেও আমাদের নিয়মিত রাউন্ড দিতে হচ্ছে। চিকিৎসক সংকট সত্ত্বেও আমরা সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছি। জনসাধারণেরও উচিত সচেতন হওয়া, নইলে পরিস্থিতি আরও খারাপ হবে।”আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, “অনেক রোগী আছেন, যাদের বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করা সম্ভব। কিন্তু আতঙ্কের কারণে তারা সরাসরি হাসপাতালে চলে আসছেন, ফলে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।”জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বরগুনায় ১২ জন চিকিৎসক ও ১০ জন নার্সকে অতিরিক্তভাবে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৫ জন চিকিৎসক ও ৫ জন নার্স ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন। বাকিরা এখনও যোগ দেননি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”এ পর্যন্ত বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫ জন। এছাড়া জেলার বাইরে চিকিৎসা নিতে গিয়ে গত দুই মাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জনসচেতনতা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শুধু হাসপাতালের ওপর ভরসা না রেখে ঘরে ঘরে সচেতনতা বাড়ানো জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট