1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় সমাবেশ । বগুড়া সদর হাসপাতালে তত্বাবধায়ক ও RMO সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দরা। ভারতের মেঘালয় থেকে মরদেহ ফেরতের চেষ্টা বাংলাদেশি আকরামকে পিটিয়ে হত্যা। ভালুকায় শুরু হলো আমন ধানের চাষ, চাষিরা উন্নত জাতে আগ্রহী। সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে । মো খোকন মিয়া,নামের এক ব্যক্তিকে এলাকার নেশাখুর, ভাড়াটিয়া সন্ত্রাস দিয়ে রাতের আধারে খুনের চেষ্টা নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সেরাজুল ইসলাম ও তার ছেলে বাবুর বিরুদ্ধে ভূমি দখল ও নির্যাতনের অভিযোগ চিনিশপুরে সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ পরিদর্শনে চেয়ারম্যান চৌদ্দগ্রামে ব্যাংকের তিন কোটি টাকা ঋণ পরিশোধ না করায় ব্যবসায়ী গ্রেফতার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রজত জয়ন্তী উদযাপন

খুলনায় পুলিশের ৫৮তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ ২২ জুন (রবিবার) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। ৫৮তম টিআরসি ব্যাচের ৮১৭ জন প্রশিক্ষণার্থী এই সমাপনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন। ৫৮তম টিআরসি ব্যাচের মধ্যে সর্ববিষয়ে চৌকস টিআরসি নির্বাচিত হন শেখ সোহেল রানা, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ তামীম হুসাইন, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ কাওছার হাবিব শেখ এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মোঃ সোহান। অ্যাডিশনাল আইজি রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন, জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও সম্পদরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিহার্য। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস থেকে পুলিশের সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তোলে। সেই পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমরা সবাই গর্বিত। একই সাথে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে পুলিশের নবীন সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত। তিনি বলেন, তোমরা প্রশিক্ষণে লব্ধজ্ঞান মাঠ পর্যায়ে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজে লাগাবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখতে চেষ্টা করবে এবং জনগণের সাথে ভালো আচরণ করবে। দুর্নীতি, অসদাচরণ যেন তোমাদের স্পর্শ না করে। তোমাদের মাঝেই জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।এসময় প্রধান অতিথি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণিভেদে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও কর্মজীবনে আইনিসেবা জনগণের দোরগোড়োয় পৌছাতে নবীনদের প্রতি গুরুত্বপূর্ণ নিদের্শনা প্রদান করেন। সর্বোপরি দেশ ও জনগণের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান তিনি। সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আবদুল কুদ্দুছ চৌধুরী, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, ডিজিএফআই এর জিএস কর্নেল একেএম রাশেদুজ্জামান, সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট