খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২১ জুন, ২০২৫
-
৭৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যাথা অনুভূত হওয়ার পর শুক্রবার রাত ৯ টার দিকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।সাংবাদিক মামুন রেজার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটনসহ বার্তা বিভাগের কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।এদিকে রাত ১২টায় মরহুমের প্রথম জানাযা জাতিসংঘ পার্কে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। শনিবার সেখানে দাফন সম্পন্ন করা হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন