1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন খালেদা জিয়াকে কা*রাদ*ণ্ড দেয়া বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ সেনাবাহিনীকে হেয় করার ষড়যন্ত্র জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আঘাত তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য পরকীয়ায় বাধা দেয়ায় বড় বোনকে পিটালেন প্রেমিক খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ জমিজমা সংক্রান্ত বিরোধে আওয়ামী লীগ নেতার দোসরদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ খুলনার দাকোপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হিজলায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি, ইসরায়েলের পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম বরিশাল জেলা প্রতিনিধি

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। বাহিনীটি জানিয়েছে, ইরানভিত্তিক হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আইডিএফ-এর বরাতে আল জাজিরা জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ইসরায়েল বিমানবাহিনী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে। ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড জানিয়েছে, তেহরানের উত্তর ও পূর্ব শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা গেছে, উত্তর-পূর্ব তেহরানে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তেহরানের লাভিজান এলাকা, শহরের পূর্ব ও পশ্চিমাংশ এবং আশপাশের কারাজ শহরেও বিমান হামলার খবর পাওয়া গেছে। ইরানের সংবাদমাধ্যম ‘তাবনাক’ বলেছে, হামলার এলাকা আরও বিস্তৃত হচ্ছে।এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইরানে ইসরায়েলি হামলায় দেশটির দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো কারাজের TESA (Iran Centrifuge Technology Company) এবং তেহরান রিসার্চ সেন্টার।এই সেন্ট্রিফিউজগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হয়, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে।IAEA আরও জানায়, উল্লিখিত দুইটি কেন্দ্র পূর্বে তাদের নজরদারির আওতায় থাকলেও বর্তমানে সে পর্যবেক্ষণ নেই। তেহরান রিসার্চ সেন্টারের একটি ভবনে উন্নত প্রযুক্তির সেন্ট্রিফিউজ রটরস তৈরির কার্যক্রম চলছিল, যা হামলায় ধ্বংস হয়েছে। কারাজে অবস্থিত TESA-এর দুটি ভবনও ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।এছাড়া, তেহরানের পূর্বাঞ্চলে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কোর (IRGC)-এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস’ জানিয়েছে, ইরানজুড়ে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৮৫ জন নিহত এবং অন্তত ১,৩২৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক নাগরিক এবং ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য বলে সংস্থাটি জানিয়েছে। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।তবে ইরান সরকার সর্বশেষ সোমবার হতাহতের তথ্য প্রকাশ করে জানিয়েছে, এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১,২৭৭ জন আহত হয়েছেন। এরপর সরকার থেকে নতুন করে কোনো হিসাব দেওয়া হয়নি।চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট