1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ফার্মিসিতে জরিমানা নরসিংদীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত সফল ওপেন হার্ট সার্জারি শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা উৎসব ২০২৫ উপলক্ষ্যে, , মতবিনিময় সভা বিএডিসি’র সার ডিলারকে লাখ টাকা জরিমানা বিএডিসি’র সার ডিলারকে লাখ টাকা জরিমানা এআই প্রযুক্তিতে খামারের তাপ নিয়ন্ত্রণে সাফল্য শেরপুরের ঝিনাইগাতী টিডব্লিউএ কমিটি গঠন মান্দায় প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শাল্লায় মনুয়া গ্রামের শতবর্ষী মুরব্বি আকবর আলী আর নেই

নরসিংদীতে অটো ড্রাইভারকে গণপিটুনি ও ছিনতাই আহত অবস্থায় হাসপাতালে, ডাকাতি মামলায় আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর ডাকবাংলা এলাকায় নির্মমভাবে মারধরের শিকার হয়েছেন ভিবাটেক (অটো) ড্রাইভার আকাশ (৪০), পিতা আয়নাল হক, রায়পুরা উপজেলার বাসিন্দা। অভিযোগ উঠেছে, রায়পুরার গোবিন্দপুর গ্রামের জিল্লুর, হিমেল, মোস্তফা, আলামিন ও খোকন গং তাকে আটক করে বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার মোবাইল ফোন, ভিবাটেক ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর ইউপির চেয়ারম্যান আহম্মদের ছেলে মোস্তফা গণপিটুনির নেতৃত্ব দেন। আকাশের শারীরিক অবস্থা গুরুতর দেখে তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে গিয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কর্তব্যরত চিকিৎসককে জানানো হয়, আকাশ একজন ছিনতাইকারী, তাকে পাবলিক পিটিয়ে দিয়েছে।পরে আকাশের পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এবং প্রকৃত ঘটনা জানতে পারেন। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে আকাশকে একটি পূর্বের ডাকাতি মামলায় আটক দেখায়।ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, “আকাশকে হাসপাতালে ভর্তি অবস্থায় পেয়ে হেফাজতে নিয়েছি। তার নামে ডাকাতি মামলা রয়েছে। কে বা কারা তাকে মেরেছে, সে বিষয়ে তদন্ত চলছে।”আকাশ অভিযোগ করে বলেন, “মোস্তফা গং আমাকে পরিকল্পিতভাবে মারধর করে আমার মোবাইল, টাকা-পয়সা ছিনতাই করেছে। তারা ভেবেছে আমি মরে গেছি, তাই ফেলে চলে গেছে। আমি তাদের বিচার চাই।”এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা গং-এর কারো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট