চট্টগ্রাম মহানগর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন পশ্চিমগাঁও দরগা মসজিদের ইমাম শেখ আহম্মদ।গ্রেফতারকৃত শেখ আহম্মদ (৩১) গত তিন বছর ধরে পশ্চিমগাঁও দরগা মসজিদের প্রধান ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।অভিযান পরিচালনা করেন ডিএনসি চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক জনাব অমর কুমার সেন-এর নেতৃত্বে একটি বিশেষ দল, যা সম্মানিত উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।শাহ আমানত সেতুর পূর্ব প্রান্তে অবস্থিত পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে শেখ আহম্মদকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার থেকে তার কর্মস্থল লাকসাম যাওয়ার পথে ইয়াবা পাচারের কাজে লিপ্ত ছিলেন। তিনি পূর্বে লাকসাম মসজিদে ইমামতির দায়িত্ব পালনকালে একই পন্থায় মাদক পরিবহন করতেন বলে ধারণা করা হচ্ছে।এছাড়া তদন্তে বেরিয়ে এসেছে, পশ্চিমগাঁও দরগা মসজিদের সহকারী ইমাম জনাব সেলিম এবং মোয়াজ্জিন জনাব সোনা আলী – তিনজনই রোহিঙ্গা নাগরিক। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ডিএনসি চট্টগ্রাম মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে ধর্মীয় পদ ব্যবহার করে কেউ যাতে মাদকের মতো ভয়ঙ্কর অপরাধে জড়াতে না পারে – সেজন্য এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।