চায়ের দোকানের আড়ালে রমরমা মাদক ব্যবসা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ৬ জুন, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।
এলাকায় বেশিরভাগই মানুষ জানে চায়ের দোকানদার হিসেবে। মানুষ আসে চা খায় আবার চলে যায় কেউবা থেকেও যায়। এই চা ব্যবসা কেউ কেন্দ্র করে দিনেরপর দিন করে যাচ্ছেন রমরমা মাদক ব্যবসা।বলছিলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার গন্ডগোলা গ্রামের মো: সিরাজুল ইসলাম এর কথা। তার পিতা আব্দুল মতিন।সিরাজুল ইসলাম তার এলাকায় চা বিক্রির আড়ালে গাজা,ইয়াবা,হিরোইন সহ অন্যান্য মাদক বিক্রি করে। এতে একদিকে যেমন তার চায়ের ব্যবসায় উন্নতি হয়েছে তেমনি অন্যদিকেও এলাকায় সমালোচনার ঝড় তৈরি হয়েছে। স্থানীয়দের বরাতে জানা যায় এই বিষয়টি আমরাও শুনে আসতেছি। দ্রুইই এর সঠিক তদন্য সাপেক্ষে বিচার হওয়া দরকার।এখানে অনেক বড় একটি রাঘববোয়াল লেগে রয়েছে। সুতরাং তাই এলাকাবাসী জানান এর সঠিক সমাধান চ1
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন