1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আবুল হোসেন খানের উদ্বেগ প্রকাশ!!! বাহ! এই জাতি সব করতে পারে জুলাই ছাত্র জনতার আন্দোলনে আন্দোলনকারী ছাত্র জনতার আক্রমণের স্বীকার ৩-০৭-২০২৪খ্রী সাংবাদিক মোঃ আবু ছালেহ বিপ্লব নরসিংদী জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় ফিরে দেখা ১৬ জুলাই: আবু সাঈদের মৃত্যুতে শিক্ষার্থীদের ক্ষোভ রূপ নেয় স্ফুলিঙ্গে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা আজ, যোগ দেয়ার আহ্বান নেতাদের টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কয়ডা গ্রামে আট(০৮) বছরের শিশুকে ধর্ষণ করে ধর্ষক পলাতক আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সুন্দরবনে মাছ ধরায় ৫ জেলে আটক, নৌকা-জাল জব্দ পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু মারা গেছে।

খুলনায় জলবায়ু পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

‘জলবায়ু পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি’ শীর্ষক সেমিনার ২৮ মে (বুধবার) সকালে খুলনা কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সী খুলনা আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাস চন্দ্র সাহা। কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বি এম রাশেদুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম। সেমিনারে খুলনা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, খুলনা কৃষি অঞ্চল ক্লাইমেট স্মার্ট প্রকল্পের পরিাচলক শেখ ফজলুল হক মনি-সহ জেলার কর্মকর্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যা কৃষি খাতের জন্য বড় হুমকি স্বরুপ। দেশে অর্থনৈতিক উন্নয়নে কৃষি ক্ষেত্র ব্যাপক ভূমিকা পালন করে। প্রতি বছর প্রায় ৬৮ হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হচ্ছে। তাই কৃষির পাশাপাশি মৎস্য চাষ, পশু পালন এবং অন্যান্য বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে হবে। টেকনোলজির ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে। খাদ্যশষ্য উৎপাদনে ডাটাবেজ তৈরি করা দরকার। যেন কৃষকরা সহজে বুঝতে পারে কোন পণ্য বেশি উৎপাদন করতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে কৃষি জমি রক্ষার জন্য টেকসই উপকূলীয় বাঁধ নির্মাণ করতে হবে। তাঁরা আরও বলেন,কৃষিতে দেশ এগিয়ে যাচ্ছে। আরো এগিয়ে নিতে হলে নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করা প্রয়োজন। সেমিনারে মূলপ্রবন্ধে উপস্থাপক জানান, ২০৫০ সালের মধ্যে উপকূলীয় কৃষির উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ হ্রাস পেতে পারে। বাংলাদেশে ধানের উৎপাদন কমবে ৮ শতাংশ এবং গমের উৎপাদন কমবে ৩২ শতাংশ।সেমিনারে খুলনা বিভাগের ১০ জেলার কৃষি দপ্তরের আওতাধীন কর্মকর্তা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। খুলনা কৃষি তথ্য সার্ভিস এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কৃষি কথার গ্রাহক করতে সক্ষম খুলনা বিভাগের ছয়টি উপজেলার ছয়জন উপজেলা কৃষি অফিসারকে সনদপত্র ও দুইজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট