শহর সমাজসেবার, স্বেচ্ছাসেবী সংগঠন, অক্ষয় নারী সংস্থার, সাধারণ সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
-
২৭
বার পড়া হয়েছে

আজ ২৭ শে মে, রোজ মঙ্গলবার, দুপুর ১২ টায়, নতুন কোট হিমালয় রেস্টুরেন্টে, এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়,,,,,,,,,,,,,,,,,, রুদ্র সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব, এডভোকেট, আবুল কালাম আজাদ, সভাপতি, বধির সংস্থা নারায়ণগঞ্জ জেলা, যুগ্ন সম্পাদক, রোগী কল্যাণ সমিতি ৩০০ শয্য হাসপাতাল এবং ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ।,,,,,, বিশেষ অতিথি হিসেবে, মোঃ সাইফুল ইসলাম, অফিসার সহজ সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জ, মোহাম্মদ ইমরান হোসেন, অফিসার , মোহাম্মদ আলী হোসেন, মোসাম্মদ নুর নাহার বেগম, মোহাম্মদ মরিয়াম আক্তার, শিশু রক্ষা সমাজকর্মী শহর সমাজসেবা কার্যালয় নারায়ণগঞ্জ, আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নাজির খান সভাপতি ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা, সহ বিভিন্ন নেতৃবৃন্দ,,,,,,,,,,,,,,, অক্ষয় নারী সংস্থা, গত কমিটির মেয়াদ শেষ হওয়ায়, সাধারণ সভার মাধ্যমে পূর্বের আয়বের হিসাব অত্র সাধারণ সভায় উপস্থাপনা করা হয়,, উপস্থাপনা করেন পূর্বের কমিটি কোষাধ্যক্ষ ফাইজা আক্তার, পরবর্তীতে কাজল আত্মার পূর্বের কমিটির শেষ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করেন, এবং সভায়, হাজী মোহাম্মদ নাসির খান সকলের নিকট, নতুন কমিটি করার একটি প্রস্তাব আকারে পেশ করার জন্য পূর্বের কমিটির সাধারণ সম্পাদক পারভিনকে অনুরোধ জানান, সাবেক সাধারণ সম্পাদিকা পারভিন, নতুন একটি কমিটি পেশ করেন, কাজল আক্তার সভানেত্রী, এই কমিটির প্রতি তাদের আস্থা আছে কিনা জানতে চাইলে, তাহা সকলে এক বাক্যে সমর্থন করেন, অস্থির সদস্যের পক্ষ থেকে আকলিমা তাহার সমর্থন জানান, নির্ভয় নতুন কমিটির তালিকা প্রকাশ করা হলো,,,,, কাজল আক্তার, সভানেত্রী, ফাতেমা সহ-সভানেত্রী পারভিন ১, সাধারন সম্পাদিকা, নাজমা সহ-সাধারণ সম্পাদিকা, পারভিন আক্তার ২, প্রচার সম্পাদিকা, নাজমা সাংগঠনিক সম্পাদিকা, ফাইজা আখতার কোষাধক্ষ্য, আকলি ,দপ্তর সম্পাদিকা, হোসনেয়ার।কার্যকরী সদস্য,, মিনু কার্যকরী সদস্য, তামান্না আক্তার কার্যকরী সদস্য, আরে বিভিন্ন নেতৃবৃন্দ।,,,,,,,,, নতুন কমিটি ঘোষণা হওয়ার পর, কাজল আক্তার সভানেত্রী, সকলকে নিয়ে শপথ পাঠ করান, এবং আগামী দুই বছরের জন্য সকলকে একত্রে একসাথে কাজ করার অঙ্গীকার প্রদান করেন, সভানেত্রী অত সংগঠনের নতুন একজন কমিটির অংশগ্রহণ করেন তার পরিচয় করিয়ে দেন এবং তাহার সংগঠনের প্রতি তাহার কি মতামত তা জানতে চান , নতুন কমিটির পারভিন আক্তার প্রচার সম্পাদক হিসেবে অত সংগঠনের কমিটিতে নির্বাচিত হন, অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সকল সদস্যদের সুখ-দুঃখে তাকে সর্বসময় পাবে এই আশাবাদ রাখেন,,,, বিশেষ অতিথি, হাজী মোহাম্মদ নাজির খান, জানান কাজল সভানেত্রী একজন দক্ষ এবং কর্মী সকলের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করছে দেখা গেছে, ভাই তার হাতকে শক্তিশালী করার জন্য সকল সদস্যর প্রতি অনুরোধ জানান,,,,,,,,,,, নবনির্বাচিত সভানেত্রী, কাজল আক্তার, সকল উপস্থিত মেহমান ও সদস্যের বিন্দুর কে সুন্দর সুষ্ঠুভাবে সাধারণ সভা পরিচালনা করার জন্য অভিনন্দন জানান, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সাধারণ সভা মুলতবি ঘোষণা করেন। সংবাদদাতা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন