প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ১:৫২ পি.এম
উজিরপুরে ব্যাপক আয়োজনে ভূমি মেলা অনুষ্ঠিত
বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম বাপ্পি
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের হলরুমে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়া সার্ভেয়ার মোঃ এনামুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন,বিএম রবিউল ইসলাম,দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এছাড়া রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত