প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ১০:৫৯ এ.এম
নজরুল জন্মজয়ন্তীতে বই পাঠ, রচনা প্রতিযোগিতা
মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের (১২৬তম) জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে বই পাঠ, রচনা প্রতিযোগিতা ও পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।২৪ মে (শনিবার) দুপুরে গ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ সর্বসাধারণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও কবি রফিক মজিদ, জেলা কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ ইসরাত পুতুল, কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান এবং জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন।পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দ্বাদশ এবং স্নাতক থেকে স্নাতকোত্তর ও সাধারণ শ্রেণির জন্য পৃথক তিনটি ক্যাটাগরিতে মোট ছয়টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত