চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউপি ২০২৫-২০২৬ -অর্থবছর উন্মুক্ত বাজেট ঘোষণা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৪ মে, ২০২৫
-
৩
বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার, মহারাজপুর ইউনিয়ন পরিষদের-২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।২৪শে মে,শনিবার,সকাল১০টায় (৫নং)মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উম্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয় ।সভায় (৫নং) মহারাজপু ইউপি চেয়ারম্যান,জনাব নাহিদ,ইসলাম রাজনের,সভাপতিত্বে ২০২৫-২০২৬-অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন,ইউপি সচিব,জনাব মেনুয়ার জাহান ।উপরোক্ত বাজেট সম্ভাব্য, আয় ও ব্যয়ের বিবরণীতে বলা হয় -২০২৫- ২০২৬- অর্থ বছরে ইউনিয়ন পরিষদের,মোট রাজস্ব আয় ৩৭,১৬,৫০০ -সাঁইত্রিশ লক্ষ,ষোল হাজার,পাঁচশত টাকা,মোট উন্নয়ন আয় – ১,৭২,২০০০০- এক কোটি,বাহাত্তর লক্ষ,বিশ হাজার,টাকাসহ বাজেটে,সর্বমোট আয়-২,০৯,৩৬,৫০০- দুই কোটি,নয় লক্ষ, ছত্রিশ হাজার,পাঁচশত টাকা এবং রাজস্ব উন্নয়ন, ব্যায়ও উদ্বৃত্ত সহ বাজেটের সর্বমোট ব্যায়ের,পরিমাণ ২,০৩,৯১,১০০- দুই কোটি,একানব্বই হাজার,এক শত টাকা। সভায় উপস্থাপিত, বিবরণী নিয়ে, বিস্তারিত,আলোচনা করে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য,সর্বসম্মতিক্রমে,অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায়, সকল ইউপি ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী, ওয়ার্ড সদস্য, সম্মানিত স্থানীয় ব্যক্তিবর্গসহ, আরোও অনেকেই, সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন