1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৪ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদী প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন শেখ সাদী আহ্বায়ক নির্বাচিত নজরুল জয়ন্তীতে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইউনিয়ন কমিটি গঠনে চূড়ান্ত প্রস্তুতি: জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা  নজরুল জন্মজয়ন্তীতে বই পাঠ, রচনা প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউপি ২০২৫-২০২৬ -অর্থবছর উন্মুক্ত বাজেট ঘোষণা জেলা প্রশাসকের সাথে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের আওতাধীন ২২ নং ওয়ার্ডের ২০২৫=২৬সেশন -এর পরিচিতি সভা , অনুষ্ঠিত হয় ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়ন যুবদল এর সাধারণ সম্পাদক জনতার চেয়ারম্যান ইএম মেহেদী হাসান সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরির মৃত্যুতে প্রেসক্লাবের আয়োজনে কোরআন খতম ও দোয়া

ইউনিয়ন কমিটি গঠনে চূড়ান্ত প্রস্তুতি: জামালগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে
শংকর ঋষি সুনামগঞ্জ জেলাপ্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন কমিটি গঠন ও ধারাবাহিক কর্মী সমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ২টায় জামালগঞ্জ মধ্যবাজার সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুদৃঢ় করতেই এই সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব শফিকুর রহমান। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক এবং ২য় স্বাক্ষরিত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান (আজিজ)। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ—যুগ্ম আহ্বায়ক বাবলু মিয়া, সদস্য মোহাম্মদ আলী, শামসুজ্জামান ধন মিয়া, ফরিদ মিয়া তালুকদার, জুলফিকার চৌধুরী রানা, তৌফিক চৌধুরী, এডভোকেট শাহিন আলম, এমদাদ আফেন্দি, গোলাম রব্বানী আফেন্দি, সাজিব মাহমুদ তালুকদার, নুরে আলম ফরাজী, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান, নবী হোসেন প্রমুখ।সভায় দীর্ঘ আলোচনার পর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একটি সুসংগঠিত পরিকল্পনা উপস্থাপন করা হয়। সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংশ্লিষ্ট ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্যগণ এবং উপজেলা পর্যায়ের “সুপার ফাইভ” নেতৃবৃন্দের যৌথ সম্মতিক্রমে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। নেতারা জোর দিয়ে বলেন, দলের আদর্শের প্রতি নিষ্ঠাবান, পরীক্ষিত, ত্যাগী এবং মাঠপর্যায়ে সক্রিয় কর্মীদের দিয়েই কমিটি গঠন করতে হবে। এতে কোনোভাবেই সরকারদলীয় মতাদর্শে বিশ্বাসী বা আওয়ামী ঘরানার কেউ যেন প্রবেশ না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।সভায় ইউনিয়নভিত্তিক কর্মী সমাবেশ ও কমিটি ঘোষণার সময়সূচি চূড়ান্ত করা হয়। ধারাবাহিক কর্মসূচি হিসেবে যেসব তারিখ নির্ধারিত হয় তা হলো—২৯ মে: সাচনা বাজার ইউনিয়ন৩ জুন: জামালগঞ্জ উত্তর ইউনিয়ন১২ জুন: বেহেলী ইউনিয়ন১৪ জুন: ফেনারবাক ইউনিয়ন১৫ জুন: ভীমখালী ইউনিয়ন২১ জুন: জামালগঞ্জ সদর ইউনিয়নএই সমাবেশগুলোকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “বর্তমান সময়টা রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাই নিজেদের ভেতর ঐক্য, আন্তরিকতা এবং স্বচ্ছতা বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে।”উপজেলা আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমরা এমন একটি দলীয় কাঠামো তৈরি করতে চাই, যেখানে বিএনপির মূল আদর্শ রক্ষিত থাকবে এবং দুঃসময়ে যারা দলের পাশে থেকেছে, তারাই নেতৃত্বে আসবে।”সভা শেষে বিএনপি নেতারা ঐক্যবদ্ধ কণ্ঠে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, “সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও দলীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে জামালগঞ্জ বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট